কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এমপি পদপ্রার্থী মোঃ ইকরাম হোসাইন তাড়াইল বাজারে গণসংযোগ করেন।
শুক্রবার (২১ নভেম্বর) বিকেল ৪টায় তিনি স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং তাদের সমস্যার সঙ্গে নিজ পরিকল্পনা ও ভাবনা শেয়ার করেন।
এ সময় উপস্থিত ছিলেন এনসিপি তাড়াইল উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী সার্জেন্ট (অব:) মোঃ মহিউদ্দিন, যুগ্ম সমন্বয়কারী মোঃ শাফায়াতুল্লাহ, শেখ মোঃ কাউসার হোসেন ও সংগঠক মোঃ রুবেল ভূইয়া।
এছাড়া উপজেলা শাখা এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিপুল সংখ্যক নেতাকর্মী গণসংযোগে অংশগ্রহণ করেন।
মোঃ ইকরাম হোসাইন জানান, স্থানীয় জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপনের মাধ্যমে তিনি তাদের কাছে নিজের পরিকল্পনা ও ভাবনা তুলে ধরেন এবং ভোটারদের সমস্যার সমাধানে কাজ করার অঙ্গীকার করেন।