আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনে মনোনয়নপত্র বাতিলের আদেশের বিরুদ্ধে আপিল করেছেন খেলাফত মজলিস মনোনীত প্রার্থী দলের কেন্দ্রীয় কমিটির নায়েবে আমীর শায়খুল হাদিস মাওলানা আহমদ আলী কাসেমী।
আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন (ইসি) ভবনে উপস্থিত হয়ে তিনি আপিল দায়ের করেছেন।
কিশোরগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে দেয়া নোটিশ সূত্রে জানাযায়, নির্বাচনী ব্যয় নির্বাহের জন্য অর্থ প্রাপ্তির সম্ভাব্য উৎসের বিবরণী এবং সম্পদ ও দায় এবং বাৎসরিক আয় ও ব্যয়ের বিবরণী মনোয়নপত্রের সাথে দাখিল না করায় তাঁর মনোনয়নপত্র বাতিল করা হয়।
এ ব্যাপারে জানতে চাইলে খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মাওলানা আহমদ আলী কাসেমী বলেন, আমি ঢাকা-১০ ও কিশোরগঞ্জ-১ দুটি আসনে মনোনয়নপত্র দাখিল করেছি। ঢাকা-১০ এ আমার মনোনয়নপত্র বৈধ হয়েছে। কিশোরগঞ্জ-১ এ আয় ও দায়ের বিবরণী ফলফনামার সাথে সংযুক্ত করে ছিলাম। কিন্তু মাননীয় রিটার্নিং অফিসারের নজরে আসে নাই। এ কারণে হয়তো মনোনয়নপত্রটি বাতিল করেছেন। আমি এ আদেশের বিরুদ্ধে আপিল করেছি। আশা করি মনোনয়ন ফিরে পাবো এবং নির্বাচনে চূড়ান্ত প্রতিদ্বন্দ্বীতা করবো, ইনশাআল্লাহ্।
উল্লেখ্য, শায়খুল হাদিস মাওলানা আহমদ আলী কাসেমী খেলাফত মজলিস ও হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েব আমীর। সে হিসেবে তিনি কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনে দেওয়াল ঘড়ি প্রতীকে খেলাফত মজলিসের চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন। আপিলে প্রার্থীতা ফিরে পেলে তিনি ইসলামী ও সমমনা ১১ দলের সমঝোতার প্রার্থী হিসেবে নির্বাচনে অবতীর্ণ হবেন বলে নির্ভরযোগ্য সূত্রে গেছে।