বেতাগী প্রগতি ফোরাম, ঢাকার আয়োজনে শুক্রবার (১৬ জানুয়ারি,২০২৬) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরি মিলনায়তনে বিশিষ্ট লেখক, বিসিএস ৮২ ব্যাচের অবসরপ্রাপ্ত কর্মকর্তা আহমেদ আব্দুস সোবহানের আকস্মিক মৃত্যুতে এক স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বেতাগী প্রগতি ফোরামের সভাপতি গোলাম কুদ্দুস মল্লিকের সভাপতিত্বে এবং সাবেক অতিরিক্ত সচিব শ্যামল চন্দ্র কর্মকারের সঞ্চালনায় এ স্মরণসভায় মরহুমের পরিবারের পক্ষে কনিষ্ঠ কন্যা সৌমিতা নওরিন ঊর্মি ও জামাতা সাব্বিরসহ বিসিএস ৮২ ব্যাচের বেশ কয়েকজন সাবেক সচিব ও অতিরিক্ত সচিব উপস্থিত ছিলেন।
স্মরণসভার শুরুতেই মরহুম আহমেদ আব্দুস সোবহানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। অত:পর মরহুম আহমেদ আব্দুস সোবহানের মৃত্যুতে বেতাগী প্রগতি ফোরাম কর্তৃক লিখিত শোকবার্তা পাঠ ও মরহুমের পরিবারের সদস্যের কাছে হস্তান্তর করেন প্রগতি ফোরামের অন্যতম উপদেষ্টা জনাব ওয়াজেদ কামাল।
স্মরণসভায় মরহুম আহমেদ আব্দুস সোবহানের জীবন ও কর্মের উপর স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন সরকারের সাবেক সচিব ড: মোহাম্মদ আলী খান, সাবেক সচিব কে এইচ মাসুদ সিদ্দিকী, সাবেক সচিব জনাব হুমায়ুন খালিদ, সাবেক অতিরিক্ত সচিব জনাব বদিউল আলম, সাবেক অতিরিক্ত সচিব মো: আলাউদ্দিন, সাবেক অতিরিক্ত সচিব জনাব মোখলেসুর রহমান, স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব নাজমুল হুদা শামীম, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক (যুগ্মসচিব) রাসেল সাবরিন, হলি ফ্যামিলি মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রিন্সিপাল ডা: মজিবর রহমান, প্রগতি ফোরামের অন্যতম উপদেষ্টা আব্দুস শুকুর ও মরহুমের জামাতা সাব্বির।
স্মরণসভা শেষে দোয়া মাহফিল পরিচালনা করেন ডা: রুহুল আমিন।