বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৮:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাঙ্গাবালীতে শিক্ষার্থীদের ক্লাস বর্জন, সভাপতির পদত্যাগের দাবিতে আল্টিমেটাম কক্সবাজারে বিতর্কিত ব্যবসায়ী জসিমের শাস্তি দাবিতে বিক্ষোভ বেতাগীতে চাঁদাবাজী ও সালিশ-বানিজ্য রুখতে বিএনপি’ র মাইকিং যেকোনো মূল্যে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সরকার বদ্ধ পরিকর : শারমীন এস মুরশিদ দাভোসে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ দাভোসে প্রধান উপদেষ্টার বৈঠক : তুলে ধরা হবে বিদেশি বিনিয়োগের জন্য বাংলাদেশ উপযুক্ত স্থান শীর্ষস্থানীয় বিশ্ব নেতাদের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক : চুরি যাওয়া সম্পদ ফেরত পেতে সহায়তা কামনা ভালবাসা এমনি হয়: রিমি কবিতা বেগম ফায়জুন্নেসা মহিলা ডিগ্রি কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন উদীচী শিল্পী গোষ্ঠী বামনা উপজেলা শাখার কমিটি গঠন সভাপতি নেছার, সম্পাদক এনামুল

বেতাগীতে বাঁধ ভেঙে চলাচলে ভোগান্তি: হুমকিতে মাধ্যমিক বিদ্যালয়

সাইদুল ইসলাম মন্টু (বিশেষ প্রতিবেদক, বরিশাল):
  • আপলোডের সময় : শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩
  • ৫৮৩৬ বার পঠিত

বরগুনা বেতাগীতে চান্দখালী বাজার রক্ষা বাঁধ অতি বর্ষণ ও খাকদোন নদীর জোয়ারের চাপে ধসে পড়ছে। এতে হুমকির মুখে পড়ছে চান্দখালী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়। ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত ভাঙা সড়ক দিয়ে পথচারী, স্কুল শিক্ষার্থী ও যানবাহন চলাচল করছে।

স্থানীয় অভিযোগ করেন, গত এক সপ্তাহের টানা বর্ষণের কারণে উপজেলার কাজিরাবাদ ইউনিয়নের চান্দখালী বাজারের পশ্চিম পাশের সড়কটি ধসে খাকদোন নদীতে বিলীন হওয়ায় ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে। দ্রুত এই সড়কটি মেরামত করা না হলে ভোগান্তির শেষ থাকবে না।

সরেজমিনে দেখা গেছে, চান্দখালী বাজারের দক্ষিণ অংশের বন্যা নিয়ন্ত্রণ বাঁধটি অতিবর্ষণের কারণে ধসে নদীতে বিলীন হয়ে গেছে। এতে চান্দখালী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের সীমানা প্রাচীর ভাঙনের মুখে পড়েছে। বিলীন হতে আর সময়ের মাত্র।
পানি উন্নয়ন বোর্ড বরগুনা কার্যালয় সূত্রে জানা গেছে, বরগুনায় ২২টি পোল্ডারে ৮০৫ কিলোমিটার বাঁধ রয়েছে। এর মধ্যে অতি বর্ষণের কারনে উপজেলার চান্দখালী শহর রক্ষা বাঁধের ৫০ মিটার বাঁধ ধসে খাকদোন নদীতে বিলীন হয়েছে। ভাঙা স্থান দ্রুত সংস্কার করা হবে। চান্দখালী বাজারের বাসিন্দা মো: শাহজাহান মিয়া বলেন, চলতি মাসের দিকে টানা বর্ষণের ফলে চান্দখালী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়টির পাশের রাস্তাটি ধসে পরছে।

চান্দখালী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী মোরসালিন বলেন, স্কুলে আসা-যাওয়ার রাস্তাটি ভেঙে নদীতে পড়েছে। ভাঙা স্থান দিয়ে স্কুলে ঢুকতে ও বের হতে কষ্ট হয়। আরেক শিক্ষার্থী নাজিবুর রহমান বলেন, স্কুলে আসলে আতঙ্কে থাকি কোন সময় যেনো রাস্তাটি পুরো নদীতে ভেঙে যায়। এখান দিয়ে হাঁটতে ভয় হয়।

উপজেলার চান্দখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো: আল আমিন হিরা বলেন, এই ভাঙা সড়ক দিয়ে প্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীরা আসা- যাওয়া করে। তাই কেনো দুর্ঘটনার আগেই এই ভাঙা স্থানটি মেরামত করা জরুরি।
উপজেলার চান্দখালী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবলুর রহমান বলেন, ভাঙনের কারণে বিদ্যালয়ের সীমানা প্রাচীরে দেয়াল ভাঙনের ঝুঁকিতে রয়েছে। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা অল্প সময়ের মধ্যে কাজ শুরুর আশ্বাস দিয়েছেন।
বেতাগী উপজেলা পরিষদ চেয়ারম্যান মাকসুদুর রহমান বলেন, সড়কটি নদীতে ধসে পড়ার বিষয় নিয়ে বরগুনা নির্বাহী প্রকৗশলীর সাথে কথা হয়েছে। স্বল্প সময়ের মধ্যে কাজ শুরু করা হবে বলে তিনি জানিয়েছেন।

পানি উন্নয়ন বোর্ডের বরগুনা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. রাকিব জানান, ভাঙন স্থানটি সরেজমিনে পরিদর্শন ও বিষয়টি ঢাকায় জাননো হয়েছে। আশা করছি দ্রæত সময়ের মধ্যে ভাঙন মেরামত করা হবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..