কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় ‘তাড়াইল কেন্দ্রীয় প্রেসক্লাব’ এর শুভ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৭সেপ্টেম্বর) বিকেল ৪টায় উপজেলা পরিষদ হলরুমে সংগঠনের সভাপতি মোঃ হুমায়ূন রশীদ জুয়েলের সভাপতিত্বে ও সিনিয়র সহ সভাপতি নূর সালাম খানের সঞ্চালনায় উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তাড়াইল থানার অফিসার ইনচার্জ মো: সাব্বির রহমান। তিনি বলেন- সাংবাদিকতা একটি মহান পেশা, এই পেশার উদ্দেশ্য হল দেশ, জাতি ও মানবতার সেবা করা। এই কাজে যারা জড়িত তারা আর্থিক ও সামাজিক ভাবে প্রতিষ্ঠিত হওয়া আবশ্যক, কোন অভাবগ্রস্থ লোকের জন্য এই পেশা নয়। কারন অভাবি লোকেরা পেটের দায়ে সাংবাদিকতাকে পূজি করে চাঁদাবাজি করে খাবে।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাড়াইল উপজেলা শাখার সাধারন সম্পাদক মোঃ সারোয়ার আলম, দৈনিক শতাব্দীর কণ্ঠের সিনিয়র সাংবাদিক রবীন্দ্র সরকার, বাংলাদেশ জামায়াতে ইসলামী তাড়াইল উপজেলা শাখার আমীর মো: হাবিবুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ তাড়াইল উপজেলা শাখার সভাপতি মাওলানা এনামুল হক (বড় হুজুর), সেক্রেটারি হাফেজ মাওলানা শেখ মুহাম্মাদ সাইফুল ইসলাম, তাড়াইল উপজেলা বিএনপির সাবেক ছাত্র ও যুব বিঃ সম্পাদক মোঃ সামির হোসেন সাকি, গণ অধিকার পরিষদ তাড়াইল উপজেলা শাখার প্রতিষ্ঠাকালীন সদস্য সচিব জাকিরুল ইসলাম বাকী, বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল তাড়াইল উপজেলা শাখার আহ্বায়ক মো: উমর ফারুক, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ রুবেলের বড় ভাই ইফতেখারুল ইসলাম জুয়েল, তাড়াইল কেন্দ্রীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আল মামুন খান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জুবায়ের আহমাদ জুয়েল, সাংগঠনিক সম্পাদক কৃষ্ণ দাস, দপ্তর সম্পাদক মো: দিলোয়ার হোসেন, শিক্ষা ও সাংস্কৃতি বিষয়ক সম্পাদক মোঃ আদিল মাহমুদ হিমেল, সম্মানিত সদস্য রফিকুজ্জামান মিথুন, সম্মানিত সদস্য নিশাদ খান (প্রমুখ)।