সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে আলু ও পেয়াঁজ বিক্রি করায় মানিকগঞ্জের হরিরামপুরে দুই ব্যবসায়ীকে সাত হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
শনিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ঝিটকা বাজারে অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল। অভিযানে সহায়তা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, স্যানেটারি ইন্সপেক্টর ও হরিরামপুর থানা পুলিশের একটি দল।
অভিযানে অতিরিক্ত মূল্যে কাঁচামাল বিক্রি এবং মূল্য তালিকা না থাকায় মেসার্স অনন্ত ভান্ডারকে পাঁচ হাজার টাকা এবং কাঁচামাল ব্যবসায়ী
দুদু বেপারীকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি করতে ব্যবসায়ীদের নির্দেশনা দেওয়া হয়।
জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি ও মূল্য তালিকা না থাকায় দুই ব্যবসায়ীকে সাত হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে ভোক্তা অধিকারের অভিযান অব্যাহত থাকবে।