ময়মনসিংহের নান্দাইল উপজেলার নান্দাইল চৌরাস্তা মেসার্স মানিকের দোকানের সামনে থেকে (র্যাব-১৪, সিপিসি-২) কিশোরগঞ্জ এক অভিযানে ৩ লাখ টাকা মূল্যের ১৪ কেজি উন্নত মানের গাঁজা উদ্ধার করেছে।
গাঁজাবহন কারী ২ মহিলা কসবা উপজেলার হাজীবাড়ী মনিচং ইমরান হোসেনের স্ত্রী সামিরা আক্তার (২০), ব্রহ্মনবাড়িয়া সদর উপজেলার আদমপুর গ্রামের ফারুক মিয়ার স্ত্রী রত্মা বেগম (৪৫) কে হাতেনাতে আটক করেছে। উক্ত মাদক উদ্ধারের ঘটনায় র্যাবের হাবিলদার মোঃ মশিউর রহমান বাদী হয়ে সোমবার (৩০ ডিসেম্বর) নান্দাইল মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃত মহিলাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ ফরিদ আহম্মেদ মামলা ও গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, থানার উপ-পরিদর্শন মোঃ শাহিন মিয়াকে তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। এনিয়ে চলতি সপ্তাহে র্যাব নান্দাইলে ২টি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৬ লাখ টাকার গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়েছে।