কুমিল্লার মুরাদনগরে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি দোকান সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দোকান মালিক।
বুধবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের পাঁচকিত্তা পুরাতন বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে দোকানের ভেতরে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই দোকানে থাকা মুরগি, কাঁচামাল, ডেকোরেটর সামগ্রী, সেনেটারির মালামাল ও জেনারেটর মেশিনে আগুন ধরে যায়। স্থানীয়রা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালালেও ততক্ষণে পুরো দোকান পুড়ে যায়। এতে দোকানে থাকা নগদ ২ লাখ টাকাসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল ভস্মীভূত হয়। স্থানীয়দের ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।
পার্শ্ববর্তী সবজি ব্যবসায়ী তোফাজ্জল হোসেন বলেন, মাঝরাতে খবর পেয়ে আমরা বাজারে ছুটে আসি। অল্পের জন্য আমার দোকান রক্ষা পেয়েছে। যদি আমার দোকানেও আগুন লাগতো তাহলে আরও কয়েকটি দোকান ভস্মীভূত হয়ে যেত।
ক্ষতিগ্রস্ত দোকান মালিক আব্দুল কাদির বলেন, প্রতিদিনের মতো ঘটনার দিনও দোকান গুছিয়ে তালা মেরে আমরা বাড়ি যাই। দোকানে কেউ ছিল না। রাত সাড়ে ১২টার দিকে গ্রাম পুলিশের মাধ্যমে আগুন লাগার খবর পাই। দোকানে প্রায় ২ লাখ টাকা নগদ ছিল। সব মালামালসহ পুড়ে ছাই হয়ে গেছে। আমি এখন নিঃস্ব হয়ে গেছি।