মেহেরপুরের মুজিবনগর উপজেলার যতারপুর গ্রামের কৃতি সন্তান মোঃ রেজাউল হক বিশ্বাস দুদু (৮২) আর নেই। হার্ট স্ট্রোকজনিত কারণে তিনি সোমবার দুপুর ২টা ৩০ মিনিটে ঢাকার স্কয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
মরহুম রেজাউল হক বিশ্বাস ছিলেন যতারপুর গ্রামের মরহুম জেহের আলী বিশ্বাসের ছোট ছেলে। দীর্ঘ কর্মজীবনে তিনি শিক্ষকতার মাধ্যমে শিক্ষা অঙ্গনে অবদান রেখেছেন। তিনি গোকুলখালি হাই স্কুলের সাবেক প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি তিনি ব্যবসায় ক্ষেত্রেও সুনাম অর্জন করেন—চুয়াডাঙ্গা এশিয়া বিস্কুট ফ্যাক্টরি লিমিটেডের স্বত্বাধিকারী ছিলেন তিনি।
মঙ্গলবার বাদ জোহর ঢাকার মোহাম্মদপুর ঈদগাহ ময়দানে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।