কিশোরগঞ্জের তাড়াইলে আছিয়া খাতুন মহিলা মাদ্রাসার অভিভাবক সম্মেলন দোয়া মাহফিল ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৮সেপ্টেম্বর) সকাল ১০টায় জামিয়া আছিয়া খাতুন মহিলা মাদ্রাসা মিলনায়তনে উক্ত পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
জামিয়া আছিয়া খাতুন মহিলা মাদ্রাসার শায়খুল হাদীস মুফতি মুসলেহ উদ্দিন কাসেমী বলেন, জামিয়া আছিয়া খাতুন মহিলা মাদ্রাসার সর্বমোট শিক্ষার্থী সংখ্যা ৮শ ৭৮জন, ২০২৪-২৫ইং সালে কওমি মাদ্রাসার সর্বোচ্চ শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের ৪৮তম কেন্দ্রীয় পরীক্ষায় ১৪জন মেধা তালিকায় ও ২২জন স্টার মার্ক অর্জন করতে সক্ষম হয় এবং আল ইত্তেহাদুল আরাবিয়াহ এর পরীক্ষায় ৬জন উত্তীর্ণ হয়েছে।
এসময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন- জামিয়া দারুল হুদা ক্বাসেমুল উলুম মাদ্রাসার মহা পরিচালক ও শায়খুল হাদীস মাওলানা ফয়েজ উদ্দিন, জামিয়াতুল ইসলাহ আল মাদানিয়ার সহকারি পরিচালক মাওলানা মোস্তফা হোসাইন, শিক্ষা সচিব মাওলানা বোরহান উদ্দিন, মাদরাসা ইমদাদুল উলুম জাওায়ার বাজারের পরিচালক মাওলানা আইনুল ইসলাম, সওতুল হেরা হাফিজিয়া মাদ্রাসার পরিচালক মাওলানা আব্দুর রউফ।
এছাড়াও উপস্থিত ছিলেন- জামিয়া আছিয়া খাতুন মহিলা মাদ্রাসার পরিচালক মাওলানা আব্দুল্লাহ মায়মুন, শিক্ষা সচিব মাওলানা হুসাইন আহমদ, মুহাদ্দিস মুফতি বাকি বিল্লাহ (প্রমুখ)