শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০১:২০ অপরাহ্ন
শিরোনামঃ
ফিউচার মুরাদনগর মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত মোরেলগঞ্জে যৌতুকের দাবির অভিযোগে গৃহবধূ নির্যাতন, স্বামীসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ বিএনপি নেতা এ্যাডঃ মিজানুর রহমান মুবিনের ৪২তম জন্মদিন গভীর রাতে কবরে আগুন, আতঙ্কিত এলাকাবাসী তাড়াইল কেন্দ্রীয় প্রেসক্লাবের কমিটি গঠন: সভাপতি হুমায়ূন রশীদ সম্পাদক আল মামুন ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্য সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ বাড়ল জুলাই সনদের ভিত্তিতেই আগামী নির্বাচন হবে: তাহের রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ মুরাদনগরে রাতের আঁধারে আগুনে পুড়ে ছাই দোকান, নিঃস্ব ব্যবসায়ীর ১০ লাখ টাকা ক্ষতি

ফিউচার মুরাদনগর মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

রায়হান চৌধুরী, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ
  • আপলোডের সময় : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৭৫১ বার পঠিত
ফিউচার মুরাদনগর মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত--------------------- ছবি: সংগৃহীত

কুমিল্লার মুরাদনগরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ফিউচার মুরাদনগর মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা। গত শুক্রবার (১২ই সেপ্টেম্বর) বিকেলে উপজেলার নবীপুর পূর্ব ইউনিয়নের নগরপাড় পশ্চিমপাড়া মাঠে অনুষ্ঠিত ম্যাচে মুখোমুখি হয় ফিউচার মুরাদনগর ফুটবল টিম বনাম র‌্যামপেজ সেভেন ফুটবল টিম।

খেলাটি ছিল উত্তেজনাপূর্ণ ও দর্শকপ্রিয়। প্রথমার্ধে দু’দলই সমানভাবে আক্রমণ ও রক্ষণ করেন, যার ফলে গোলের কোনো সুযোগ প্রথমার্ধে কাজে আসেনি। দ্বিতীয়ার্ধের শেষ মিনিটে ফিউচার মুরাদনগর টিমের স্ট্রাইকারের দুর্দান্ত শটে ম্যাচের একমাত্র গোল করেন, নির্ধারিত সময়ে ১-০ গোলের ব্যবধান হালকা হলেও শেষ মুহূর্তের চমৎকার খেলায় ফিউচার মুরাদনগর ফুটবল টুর্নামেন্ট জয় ছিনিয়ে নেয় এবং শিরোপা নিজেদের করে রাখে। দর্শকরা চিৎকার ও উল্লাসে পুরো মাঠকে উদ্দীপ্ত করে তুলেন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ব্যবসায়ী ইসমাইল হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও কুমিল্লা (দঃ) জেলার যুগ্ম আহবায়ক, ফিউচার মুরাদনগরের প্রতিষ্ঠাতা মোঃ নাছির উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবীপুর (পূর্ব) ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি খাঁজা মাসুম, এস.আর ব্রিকস’র স্বত্বাধিকারী মো: রুহুল আমীন, ব্যবসায়ী আবু মুসা, কোম্পানীগঞ্জ ট্যুরস এন্ড ট্রাভেলস’র পরিচালক গোলাম জিলানী, কোম্পানীগঞ্জ সততা মেশিনারিজ’র স্বত্বাধিকারী রাসেল সরকার বাবু, নজরুল ইসলাম, হেলাল মিয়া, সাদ্দাম হোসেন, ইসমাইল হোসেন মিনা, মুরগি ব্যবসায়ী ইমাম উদ্দিন, সাইফুল ইসলাম, উজ্জল মিয়া, আল-আমিন প্রমূখ।

বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়রা ট্রফি ও পুরস্কার হাতে নিয়ে আনন্দ উদযাপন করেন।

স্থানীয়রা জানান, এই ফুটবল টুর্নামেন্ট ক্রীড়া চর্চা ও যুব সমাজকে মাঠে আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আয়োজকেরা আশা প্রকাশ করেছেন, আগামী বছর আরও বড় ও আকর্ষণীয় আয়োজন হবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..