বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাঙ্গাবালীতে শিক্ষার্থীদের ক্লাস বর্জন, সভাপতির পদত্যাগের দাবিতে আল্টিমেটাম কক্সবাজারে বিতর্কিত ব্যবসায়ী জসিমের শাস্তি দাবিতে বিক্ষোভ বেতাগীতে চাঁদাবাজী ও সালিশ-বানিজ্য রুখতে বিএনপি’ র মাইকিং যেকোনো মূল্যে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সরকার বদ্ধ পরিকর : শারমীন এস মুরশিদ দাভোসে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ দাভোসে প্রধান উপদেষ্টার বৈঠক : তুলে ধরা হবে বিদেশি বিনিয়োগের জন্য বাংলাদেশ উপযুক্ত স্থান শীর্ষস্থানীয় বিশ্ব নেতাদের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক : চুরি যাওয়া সম্পদ ফেরত পেতে সহায়তা কামনা ভালবাসা এমনি হয়: রিমি কবিতা বেগম ফায়জুন্নেসা মহিলা ডিগ্রি কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন উদীচী শিল্পী গোষ্ঠী বামনা উপজেলা শাখার কমিটি গঠন সভাপতি নেছার, সম্পাদক এনামুল

জাঁকজমকপূর্ণ আয়োজনে মোরেলগঞ্জ বালিকা বিদ্যালয়ে নবীন বরণ অনুষ্ঠিত

মোড়েলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি:
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫
  • ৫৭৫৫ বার পঠিত

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো মোরেলগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবীন বরণ অনুষ্ঠান। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকাল ১০টায় জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে বিদ্যালয়ের অডিটরিয়ামে এ অনুষ্ঠান শুরু হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম এবং মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এইচ এম শহিদুল ইসলাম।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক এইচ এম শহিদুল ইসলাম। সঞ্চালনায় ছিলেন সহকারী শিক্ষক আলী মোহাম্মাদ ফারুক। নবীন শিক্ষার্থীদের আন্তরিক অভ্যর্থনায় বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হওয়া ১০৯ জন নতুন শিক্ষার্থীকে বরণ করা হয়।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ জাকির হোসেন তাঁর শুভেচ্ছা বক্তব্যে বলেন, “এই নবীন শিক্ষার্থীরাই আগামী দিনের আলোকবর্তিকা। তাদের মেধা ও পরিশ্রম বিদ্যালয়ের গৌরবকে আরও উজ্জ্বল করবে।”

নবাগতদের অনুভূতি প্রকাশ করতে তাসনিয়া ইসলাম সারিকা, তানজিম তাসিন, মরিয়ম ইসলাম রিনিক ও সোহেলী জান্নাত তাদের উচ্ছ্বাস তুলে ধরে বলেন, “এই বিদ্যালয়ে আসতে পেরে আমরা গর্বিত। সহপাঠী ও শিক্ষকদের ভালোবাসা আমাদের শিক্ষাজীবনকে স্মরণীয় করে তুলবে।”
প্রধান অতিথি মোঃ নাজমুল ইসলাম বলেন, “নবীন বরণ শিক্ষাজীবনের এক বিশেষ মুহূর্ত। এটি শুধু একটি অনুষ্ঠান নয়, বরং শিক্ষার্থীদের জীবনে নতুন স্বপ্ন ও অনুপ্রেরণা জাগ্রত করার উৎস।”

বিদ্যালয়ের শিক্ষিকা, অভিভাবক এবং আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। অনুষ্ঠানের শেষ পর্যায়ে নবাগত শিক্ষার্থীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।বিদ্যালয় কর্তৃপক্ষ আশা করছে, এ আয়োজন শিক্ষার্থীদের জন্য শিক্ষার নতুন দিগন্ত উন্মোচনে সহায়ক হবে এবং তাদের মধ্যে আত্মবিশ্বাস ও উৎসাহ জাগাবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..