রবিবার, ২৪ অগাস্ট ২০২৫, ০১:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
দুবাই গোল্ড সূকে নতুন বিনিয়োগে এগোচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি শ্রমিকদের অনিশ্চিত ভবিষ্যৎ ঢাকাস্থ মির্জাগঞ্জ জার্নালিস্টস ফোরামের পক্ষ থেকে পপুলার লাইফ ইন্সু: এর সি: ডিএমডি’কে সম্মাননা স্মারক প্রদান নয়া দিগন্তের সাবেক সম্পাদক আলমগীর মহিউদ্দিন মারা গেছেন কেন্দ্র দখল হলে পুরো কেন্দ্রের ভোট বাতিল: সিইসি ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে চারজনের মৃত্যু চির নিদ্রায় শায়িত হলেন জাতি গড়ার অমিয় কারিগর মতিয়ুর রহমান ভুইয়া মঞ্জু জুলাই বিপ্লবের বর্ষপুর্তি উপলক্ষে নলছিটিতে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত নান্দাইলে স্বদেশ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির মরণোত্তর বীমা দাবীর চেক প্রদান ও কর্মী উন্নয়ন মিটিং রংপুরে হবে ৫৬০ শয্যার বিশেষায়িত হাসপাতাল: স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান

মোরেলগঞ্জে দুই দিনব্যাপী পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

মো: নাজমুল ,মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি:
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫৭৯৬ বার পঠিত

“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই—তারুণ্যের উৎসব ২০২৫” উপলক্ষে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় দুই দিনব্যাপী পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ জানুয়ারি) বিকাল ৩টায় মোরেলগঞ্জ পৌর পার্কে এ উৎসবের আয়োজন করে উপজেলা প্রশাসন। বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত এ উৎসবে স্থানীয় লোকজ সংস্কৃতি, ঐতিহ্যবাহী পিঠার সমাহার এবং বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা দর্শনার্থীদের মুগ্ধ করে।

উৎসবে মোরেলগঞ্জের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন অংশগ্রহণ করে। আয়োজনের প্রথম দিনে বাহারি স্বাদের দেশীয় পিঠার প্রদর্শনী ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিভিন্ন স্টলে চিতই, ভাপা, পাটিসাপটা, দুধপুলি, সন্দেশসহ নানা ধরনের ঐতিহ্যবাহী পিঠার আয়োজন ছিল।

এছাড়া সন্ধ্যায় স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। সংগীত, নৃত্য, নাটক ও আবৃত্তির মাধ্যমে তরুণ প্রতিভাবান শিল্পীরা দর্শকদের মুগ্ধ করেন।

মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)মোঃনাজমুল ইসলাম অনুষ্ঠানের উদ্বোধনকালে বলেন, “এ ধরনের উৎসব আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের ধারক-বাহক। তরুণদের মাঝে দেশপ্রেম ও ঐতিহ্যচর্চার মনোভাব গড়ে তুলতে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

উৎসবে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তাসহ বিপুল সংখ্যক দর্শনার্থীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। উৎসবের দ্বিতীয় দিনেও ছিল সাংস্কৃতিক পরিবেশনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

এমন আয়োজনে স্থানীয়রা উচ্ছ্বাস প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের সাংস্কৃতিক আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..