রবিবার, ২৪ অগাস্ট ২০২৫, ১২:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
দুবাই গোল্ড সূকে নতুন বিনিয়োগে এগোচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি শ্রমিকদের অনিশ্চিত ভবিষ্যৎ ঢাকাস্থ মির্জাগঞ্জ জার্নালিস্টস ফোরামের পক্ষ থেকে পপুলার লাইফ ইন্সু: এর সি: ডিএমডি’কে সম্মাননা স্মারক প্রদান নয়া দিগন্তের সাবেক সম্পাদক আলমগীর মহিউদ্দিন মারা গেছেন কেন্দ্র দখল হলে পুরো কেন্দ্রের ভোট বাতিল: সিইসি ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে চারজনের মৃত্যু চির নিদ্রায় শায়িত হলেন জাতি গড়ার অমিয় কারিগর মতিয়ুর রহমান ভুইয়া মঞ্জু জুলাই বিপ্লবের বর্ষপুর্তি উপলক্ষে নলছিটিতে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত নান্দাইলে স্বদেশ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির মরণোত্তর বীমা দাবীর চেক প্রদান ও কর্মী উন্নয়ন মিটিং রংপুরে হবে ৫৬০ শয্যার বিশেষায়িত হাসপাতাল: স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান

ঢাকাস্থ মির্জাগঞ্জ জার্নালিস্টস ফোরামের পক্ষ থেকে পপুলার লাইফ ইন্সু: এর সি: ডিএমডি’কে সম্মাননা স্মারক প্রদান

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ৫৭৫৫ বার পঠিত
সংগঠনের পক্ষ থেকে এ সম্মাননা স্মারক ও ‘পায়রার ডাক’ স্মরনিকা প্রদান করছেন সংগঠনের উপদেষ্টা মো.জাওহার ইকবাল খান ও সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান সজীব।

ঢাকাস্থ মির্জাগঞ্জ জার্নালিস্টস ফোরাম (এমজেএফ) এর পক্ষ থেকে পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর সিনিয়র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আলমগীর ফিরোজ কে সম্মাননা স্মারক সংগঠন কর্তৃক প্রকাশিতপায়রার ডাকস্মরনিকা প্রদান করা হয়েছে। সংগঠনের পক্ষ থেকে সম্মাননা স্মারক পায়রার ডাকস্মরনিকা প্রদান করেন সংগঠনের উপদেষ্টা মো.জাওহার ইকবাল খান ও সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান সজীব।

উল্লেখ্য, ঢাকাস্থ মির্জাগঞ্জ জার্নালিস্টস ফোরাম (এমজেএফ) এর অভিষেক অনুষ্ঠান ও সংগঠন কর্তৃক প্রকাশিত ‘পায়রার ডাক’ স্মরনিকা মোড়ক উম্মোচন অনুষ্ঠান গত ৮ আগস্ট (শুক্রবার) রাজধানীর এক অভিজাত চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর সিনিয়র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আলমগীর ফিরোজের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও তিনি ব্যস্ত থাকায় অনুষ্ঠানে উপস্থিত থাকতে না পারায় তারই পরিপ্রেক্ষিতে তার মতিঝিলের কার্যালয়ে এ সম্মাননা স্মারক প্রদান করা হয়।

সংগঠনের সভাপতি মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান সজীবের সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াত ও জুলাই গণঅভ্যুত্থানে আহত ও নিহত সাংবাদিকদের মাগফিরাত কামনার দোয়া-মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রী, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান, এয়ার ভাইস মার্শাল (অবঃ) আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ঢাকাস্থ মির্জাগঞ্জের সরকারি-বেসরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, ব্যবসায়ী, রাজনীতিবিদ ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর সিনিয়র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আলমগীর ফিরোজ তাকে সম্মাননা প্রদানের জন্য ঢাকাস্থ মির্জাগঞ্জ জার্নালিস্টস ফোরাম (এমজেএফ) এর নেতৃবৃন্দসহ সংগঠনের সকল সদস্যদের ধন্যবাদ জানান।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..