বুধবার, ০৬ অগাস্ট ২০২৫, ১১:৪৩ অপরাহ্ন

বক্তব্য শেষে রিকশাচালক দলের নেতা বললেন “জয় বাংলা “

বেতাগী উপজেলা প্রতিনিধি :
  • আপলোডের সময় : বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ৫৭৫৩ বার পঠিত
ছবি: সংগৃহীত

জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বরগুনার বেতাগী উপজেলা বিএনপির ও এর অঙ্গ–সহযোগী সংগঠনের বিজয় মিছিলে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে বেতাগী উপজেলা ‘রিকশাচালক দল’ আয়োজিত এক সমাবেশে এ ঘটনা ঘটে। তবে সংগঠনটি বিএনপির স্বীকৃত অঙ্গ বা সহযোগী সংগঠন নয়।

অভিযুক্ত ব্যক্তির নাম মিলন মিয়া। তিনি স্থানীয়ভাবে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত এবং নিজেকে বেতাগী পৌর শাখার ‘রিকশাচালক দল’–এর সভাপতি পরিচয় দেন।

১ মিনিট ৯ সেকেন্ডের ওই ভিডিওতে মিলন মিয়াকে বলতে শোনা যায়, ‘আজকের এই রিকশা-ভ্যান-অটোচালক দল বেতাগী উপজেলা শাখার পক্ষ থেকে ৫ আগস্টে জুলাই যোদ্ধাদের স্মরণ করছি। যাঁরা শহীদ হয়েছেন, তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। যাঁরা হাসপাতালে চিকিৎসাধীন, তাঁদের প্রতি সরকার যেন সহযোগিতা, সুচিকিৎসার ব্যবস্থা করেন—এ আশাবাদ ব্যক্ত করছি। ৫ তারিখে যে ফ্যাসিবাদী শেখ হাসিনা পলায়ন করেছে দেশ থেকে, আমরা তাকে হটিয়েছি। জয় বাংলা, তারেক রহমান জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, শেখ হাসিনা…শহীদ জিয়া অমর হোক।’

সমাবেশে জয় বাংলা স্লোগান দেওয়ার অভিযোগটি অস্বীকার করেছেন মিলন মিয়া। বলেন, ‘এই ভিডিও আমার না। কে বা কারা আমার ভিডিওর মধ্যে কাট (এডিট) করে এই অংশ জুড়ে দিয়েছে। অনেক দুষ্টচক্র আছে, তারা এটা করেছে। আমি বলেছিলাম, তারেক জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক।’

উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যসচিব গোলাম সরোয়ার রিয়াদ খান বলেন, ‘গত ১৭ বছরে দলে কোনো লোক ছিল না। কিন্তু আওয়ামী লীগ সরকারের পতনের পর দলে লোকের ভিড়ে জায়গা হয় না। কিছু লোকের বিতর্কিত আচরণের কারণে দলের সম্মানহানি হচ্ছে। আমরা দলীয়ভাবে ব্যবস্থা নেব।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..