কিশোরগঞ্জের তাড়াইলে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৮আগস্ট) সকাল ১০টায় হাজী গোলাম হোসেন উচ্চ বালিকা বিদ্যালয় মাঠে উক্ত সম্মেলন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কিশোরগঞ্জ জেলা শাখার আহ্বায়ক (কেন্দ্রীয় কমিটির সদস্য) মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব হাফেজ মাওলানা মোশাররফ হোসাইনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির তাড়াইল উপজেলা শাখার সভাপতি মোঃ সারওয়ার হোসেন লিটন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সারোয়ার আলম।
এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির তাড়াইল সদর ইউনিয়ন শাখার সভাপতি মোঃ মাজহারুল ইসলাম মুকুল, বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল তাড়াইল উপজেলা শাখার সাবেক আহ্বায়ক হাফেজ মোঃ রুহুল আমিন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ তরিকুল ইসলাম রুবেলের বড় ভাই ও তাড়াইল মুক্তিযোদ্ধা সরকারি কলেজ শাখা ছাত্র দলের সভাপতি মোঃ ইফতেখারুল ইসলাম জুয়েল (প্রমুখ)।
বিঃ দ্রঃ সম্মেলন শেষে সভাপতি হিসেবে হাফেজ মোঃ রুহুল আমিনের নাম ঘোষণা করা হয়।