সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
তাড়াইল কেন্দ্রীয় প্রেসক্লাবের শুভ উদ্বোধন রংপুর-৩ আসনের ইতিহাস রক্ষায় ৯নং ওয়ার্ডবাসীর আন্দোলন বেতাগীতে শিক্ষার্থীকে নির্যাতন ও ভিডিও ছড়ানোর অভিযোগ ক্লিন ইমেজধারী আওয়ামী লীগ সমর্থকদের মনোনয়নের আশ্বাস দিলেন জাতীয় পার্টি হতদরিদ্র কর্মহীনরা বাদ, ভেকুতে কাজ, কাবিটা প্রকল্পে অনিয়মের পাহাড় নান্দাইলে ইমাম পরিবর্তন নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫ আমতলীতে মিথ্যা ঘটনা সাজিয়ে একাধিক মামলা দিয়ে হয়রানীর অভিযোগ ভূতাইলের মাঠে দর্শকের উল্লাস, ইছাপুরা পেল নগদ ২ লাখ টাকার পুরস্কার সাংবাদিক নেতা সুশান্ত সাহার বাবা বাবু স্বপন সাহার পরলোক গমন: সাংবাদিক কমিউনিটির শোক প্রকাশ বেতাগীতে গ্রীন পিস ইয়ুথ ডেভেলপমেন্ট সোসাইটির ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

পল্লবীতে যুবদলের বিক্ষোভ, ইসরায়েলি পণ্য বয়কটের আহ্বান

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
  • ৫৮০৫ বার পঠিত

ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করে ‘যেখানেই ইসরায়েলি পণ্য, সেখানেই বয়কট করবো’ বলে মন্তব্য করেছেন পল্লবী থানা যুবদলের আহ্বায়ক হাজী নূর সালাম।

শুক্রবার (১১ এপ্রিল) বিকাল ৪টায় ঢাকা মহানগর উত্তর পল্লবী থানা যুবদলের কর্মসূচিতে কথা বলেন তিনি। মিরপুর ১০, ১১, পূরবী হয়ে ১২নং বাস স্ট্যান্ড পর্যন্ত বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ সমাবেশে পল্লবী থানা যুবদলের আহ্বায়ক হাজী নূর সালাম বলেন, আমরা ফিলিস্তিনে ইসরায়েলি বর্বরোচিত গণহত্যার তীব্র নিন্দা জানাই। একই সঙ্গে যদি সবাই মিলে শান্তিপূর্ণভাবে ইসরায়েলি পণ্য বয়কট করতে পারি তাহলে তা হবে প্রতিবাদের ভাষা। তবে যারা ইসরায়েলি পণ্য বয়কটের নাম দিয়ে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাট চালাচ্ছে আমরা যুবদল এসব ঘটনারও প্রতিবাদ জানাই।

তিনি আরো বলেন,আমরা জাতিসংঘের প্রতি আহ্বান জানাই তারা যেন এই বর্বরোচিত গণহত্যার বিরুদ্ধে ব্যবস্থা নেন। বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার প্রতিও আহ্বান তিনিও যেন কূটনৈতিকভাবে ফিলিস্তিনের পাশে দাঁড়ান। বিশ্বের প্রত্যেক মুসলিম দেশগুলোকে ইসরাইলি পণ্য বয়কট করতে হবে রাষ্ট্রীয়ভাবে। তাহলে ইসরাইলের অর্থনীতি দুর্বল হবে। একজন মুসলমান হিসেবে আমরা সরাসরি ফিলিস্তিনের পক্ষে যেহেতু যুদ্ধে অংশগ্রহণ করার সুযোগ পাচ্ছি না। তাই নিজ অবস্থান থেকে যতটুকু পারি ইসরাইলের বিরুদ্ধে সোচ্চার হবো।

নুর সালাম বলেন, আমরা যে ইসরাইলি পণ্য ব্যবহার করি তার লভ্যাংশ দিয়ে ইসরাইলের অর্থনীতি শক্তিশালী হয়। আর তারা সেই অর্থ ব্যয় করে আমাদের মুসলিম ভাইদের হত্যা করছে। তাই আমরা ইসরাইলি পণ্য ব্যবহার করবো না, তাতে অন্তত আমাদের ব্যবহারের জিনিসের লভ্যাংশের টাকা দিয়ে আমাদের ভাইকে হত্যা করতে পারবে না।

বিক্ষোভ কর্মসূচি থেকে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে জাতিসংঘকে সোচ্চার হওয়ার পাশাপাশি সাধারণ মানুষকে সব ধরনের ইসরায়েলি পণ্য বয়কটের আহ্বান জানানো হয়।

বিক্ষোভ মিছিল উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মামুন মোল্লা,পল্লবী থানা যুবদলের যুগ্ম আবায়ক শামীম আহাম্মেদ,সাবেক যুগ্ম আহ্বায়ক মুন্না,যুবদল নেতা তৌফিকুর রহমান বাবু,মো: সোলায়মান চৌধুরী,মো: জিয়ারুল ইসলাম জিহাদ। ৩নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক দেওয়ান বিপ্লব আমিন রাজিব, সদস্য সচিব ফরহাদ হোসেন রাজন,২ নং ওয়ার্ড যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ইসতিয়াক আহাম্মেদ সুজন,৫নং ওয়ার্ড যুবদলের সদস্য সচিব মো: রিয়াজ, যুবদল নেতা বাবু, ৬ নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক কাউসার আহাম্মেদ মোল্লা,৯১ নং ওয়ার্ড যুবদল নেতা আশিকুর রহমান আশিক সহ যুবদলের নেতৃবৃন্দ।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..