প্রকৌশলী জসিম উদ্দিন মিরনকে সভাপতি ও গাজী নজরুল ইসলামকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ পৌরসভা ডিপ্লোমা প্রকৌশল সমিতি বরিশাল বিভাগীয় কমিটি গঠন করা হয়ছে। গত সোমবার বরিশাল নগরীর একটি রেস্তোরাঁয় আয়োজিত সম্মেলনের মাধ্যমে নতুন কমিটিকে অনুমোদন দেওয়া হয়।
সম্মেলনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সভাপতি শহিদুল ইসলাম, সহ-সভাপতি মজিবুল হায়দার, নুর আলম আজাদ, যুগ্ম সম্পাদক নিয়াজুর রহমান অর্থ সম্পাদক কাজী মহসিন রেজা, সাংগঠনিক সম্পাদক মামুন খান শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক কামরুল হাসান, দপ্তর সম্পাদক জহিরুল ইসলাম, বিষয়ক সম্পাদক ফারজানা ইয়াসমিন, নির্বাহী সদস্য এস এম সোলায়মান ও আফিফা ইয়াসমিন।