শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ১২:২১ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশ সব সময় জাপানের বন্ধুত্ব ও অবদান স্মরণে রাখবে: ড. ইউনূস ‘ঢাকায় শুরু হচ্ছে অ্যাস্ট্রো-অলিম্পিয়াড’ বেতাগীতে জামায়াত ইসলামের ডেঙ্গু প্রতিরোধে প্রচারনা ও স্যালাইনসহ ঔষধ বিতরণ নান্দাইলে ট্রান্সফরমার সহ চোর চক্রের ৩ সদস্য আটক মুরাদনগরে সেই নারীর ঘটনায় চার আসামীর ৩ দিনের রিমান্ড মঞ্জুর বেতাগীতে স্লুইস নির্মাণ কাজ শেষ না হওয়ায় কৃষকদের দুর্ভোগ : ফসল আনাবাদী পার্বত্য চট্টগ্রামের একশ স্কুলে এ বছরই ই-লার্নিং চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার জনগণের সঙ্গে থাকুন, জনগণকে পাশে রাখুন : তারেক রহমান শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রথম রায় ৩৩ ডেপুটি জেলারকে একযোগে বদলি

নান্দাইলে আকস্মিক বিদ্যালয় পরিদর্শনে ইউ এন ও সারমিনা সাত্তার : শিক্ষার্থীরা উৎপল্ল

মাহবুবুর রহমান বাবুল (নান্দাইল):
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ৫৭৬৯ বার পঠিত

নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব নেয়ার পর থেকে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে একের পর এক আকস্মিক বিদ্যালয় গুলো পরিদর্শন করে যাচ্ছেন সারমিনা সাত্তার। কোমলমতি শিশুদের পাশে বসে অত্যন্ত আপন মনে একান্তে ভাবনা বিনিময়ের মাধ্যমে এক ব্যতিক্রম ধর্মী উদ্যোগ হিসাবে বেছে নিয়েছেন উপজেলা প্রশাসনের এ শিক্ষা বান্ধব প্রশাসক। গতকাল সোমবার আকস্মিক পরিদর্শনে যান রাঙামাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও একটা হাফিজিয়া মাদ্রাসা। বিদ্যালয় পরিদর্শন কালে শিশুদের উপযোগী পরিবেশ গড়ে তুলার লক্ষ্যে বেশ কিছু সময় শিক্ষার্থীদের সাথে অবস্থান করেন এ কর্মকর্তা। শিক্ষার গুনগত মান নিশ্চিত করণ সহ নানাবিধ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে শিক্ষক শিক্ষার্থী নিয়ে আলোচনা করেন।
আজ মঙ্গলবার আচারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়, উদং সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উদং মধুপুর উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন।

পরিদর্শন কালে শিক্ষার্থী ও শিশুদের সম্পর্ক কেমন হওয়া উচিত এবং শিশুদের সাথে কীভাবে সুসম্পর্ক গড়ে তোলা যায় সেগুলো বিষয় তুলে ধরেন এ কর্মকর্তা। ইতিমধ্যে এ কর্মকর্তা যেসব বিদ্যালয় পরিদর্শন করেছেন এবং শিক্ষা ভাবনা বিষয় গুলো কীভাবে প্রতিকুল থেকে অনুকুল পরিবেশ বজায় রাখা যায় সে বিষয় গুলো গুরুত্ব আরোপ করেন।

কচি মনের শিশুরা শিক্ষা বান্ধব প্রশাসককে কাছে পেয়ে অত্যন্ত স্বাচ্ছন্দ্য বোধ করেন এবং আপন করে নেন।
এ বিষয় রাঙামাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জাকির হোসেন তুহিন বলেন ইউ এন ও স্যার সকল স্তরের বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে অত্যন্ত আন্তরিক। উনার পরিদর্শন প্রতিটি প্রতিষ্ঠানের জন্য অত্যন্ত ফলপ্রসূ হিসাবে দাবি করেন।

উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার জানান, শিক্ষার কোন বিকল্প নেই। এর গুনগত মান নিশ্চিত এখন সময়ের দাবী। নইলে ভবিষ্যত প্রজন্ম জাতির বোঝা হয়ে আজন্ম লালিত হবে। জাতির এ ভবিষ্যতকে বোঝা নয় আশীর্বাদ হিসাবে গড়ে তুলতে প্রতিটি নাগরিক গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করতে হবে । সম্মিলিত প্রচেষ্টাই পারে সাফল্য বয়ে আনতে। তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..