সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
নান্দাইল চৌরাস্তার গোলচত্বরে সৌন্দর্যবর্ধন কাজ শুরু জাহানারা ইমাম হলে জিএস নির্বাচিত আমতলীর বুশরা বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি ফতুল্লা থানা শাখার সম্মেলন অনুষ্ঠিত শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে মাহমুদুর রহমান বন্দরে বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শনে জেলা প্রশাসক দাওয়াত না পেয়ে মাদ্রাসার খাবার খেয়ে গেলেন বিএনপি নেতাকর্মীরা আমতলীতে নারী ইউপি সদস্যের ঘর থেকে অবৈধভাবে মজুদ রাখা ৬৪ বস্তা সার জব্দ। তাড়াইলে প্রশংসায় ভাসছেন ৫৬৫দিনে হিফয সম্পন্ন করা হাফেজ ফুয়াদ ২৬ বছর থেকে ছাত্র সংসদ নেই বিয়ানীবাজার সরকারি কলেজে, অবিলম্বে নির্বাচনের দাবি বরেণ্য সংগীতশিল্পী ফরিদা পারভীন আর নেই

দেয়াল তুলে রাস্তা বন্ধ করায় শিক্ষার্থীসহ প্রায় দুই শতাধিক মানুষের চলাচল বন্ধ, এলাকাবাসীর মানববন্ধন

আমির হোসেন
  • আপলোডের সময় : রবিবার, ২৫ মে, ২০২৫
  • ৫৭৮০ বার পঠিত

ঝালকাঠির রাজাপুর উপজেলা শহরের গুরুত্বপূর্ণ টিএন্ডটি রোডে ইটের দেওয়াল তুলে প্রায় ৬০০ মিটার দীর্ঘ একটি রাস্তার চলাচল বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে করে শিক্ষার্থীসহ প্রতিদিন চলাচলকারী প্রায় দুই শতাধিক মানুষের ভোগান্তি চরমে পৌঁছেছে। রাস্তাটি উপজেলার কবিরাজ বাড়ি খালের উত্তর পাড় হয়ে উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মতিউর রহমানের বাড়ি পর্যন্ত বিস্তৃত। এলজিইডির আওতাধীন রাস্তাটির আইডি নম্বর ৫৪২৮৪৫২৫৫।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাস্তাটির মাটির কাজ শুরু হলেও মতিউর রহমানের বাড়ির সামনে ইটের দেওয়াল তুলে প্রায় ৫০ ফুট রাস্তার কাজ বন্ধ করে দেওয়া হয়। ফলে রাস্তাটির পূর্ণাঙ্গ মাটির কাজ করা সম্ভব হচ্ছে না। এই পরিস্থিতিতে রাস্তাটি উন্মুক্ত করে জনসাধারণের স্বাভাবিক চলাচল নিশ্চিতের দাবিতে এলাকাবাসী মানববন্ধনের আয়োজন করে।

শনিবার (২৪ মে) বিকেলে মতিউর রহমানের বাড়ির সামনে রাস্তায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় অর্ধশতাধিক নারী-পুরুষ। মানববন্ধনে বক্তব্য দেন জহিরুল ইসলাম, মাহফুজুর রহমান বাচ্চু, তরিকুল ইসলাম, মো. আবদুল্লাহসহ আরও অনেকে।

বক্তারা অভিযোগ করেন, শনিবার বিকেলে বেকু মেশিন দিয়ে রাস্তার কাজ চলাকালে মতিউর রহমানের স্ত্রী হাজেরা বেগম কাজে বাধা দেন, ফলে কাজ বন্ধ হয়ে যায়। বক্তারা আরও বলেন, দীর্ঘদিন ধরে এলাকাবাসী এই রাস্তা দিয়ে যাতায়াত করলেও হঠাৎ করে দেওয়াল তুলে তা বন্ধ করে দেওয়া সম্পূর্ণ অমানবিক।

এবিষয়ে ঠিকাদারের দায়িত্বে থাকা মনিরুজ্জামান রেজওয়ান বলেন, শুরু থেকে রাস্তা তৈরি করে মতিউর রহমানের বাড়ি পর্যন্ত আসলে তার স্ত্রী হাজেরা বেগম রাস্তা তৈরি করতে বাঁধা দেওয়া কাজ বন্ধ আছে।

এদিকে মতিউর রহমানের স্ত্রী হাজেরা বেগম জানায়, ঠিকাদারের লোক রেজোয়ান লোকজন নিয়ে রাতের আধারে আমার বিল্ডিং ঘেঁষে খাল কাটা শুরু করে। তারা যেখান থেকে রাস্তা চাইছে সেটা আমার ক্রায়কৃত সম্পত্তি।

এলাকাবাসী দ্রুত রাস্তা উন্মুক্ত করে দেওয়ার দাবি জানান এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি আমলে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..