সোমবার, ২১ জুলাই ২০২৫, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঋণ পরিশোধের ভাবনায় স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামী পলাতক বাংলাদেশ মফস্বল সাংবাদিক এসোসিয়েশন নির্বাচন: চেয়ারম্যান সাখাওয়াত মহাসচিব মোহাম্মদ তাজুল নান্দাইলে খুররম খান চৌধুরীর ৪র্থ মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রংপুর সিটি কর্পোরেশনকে মৃত ঘোষণা করে গায়েবানা জানাজা তাড়াইলে বৃষ্টির অভাবে পাট চাষে ধস, সোনালী আঁশ ছাড়াতে ব্যস্ত কৃষক টেলিগ্রাম অ্যাপে বিজ্ঞাপনের মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়া চক্রের মুলহোতাসহ গ্রেফতার ২ নদী ভাঙন এলাকা ২শত মিটার হলেও জিও ব্যাগ ফেলা হচ্ছে ৩৯ মিটারে নান্দাইলে জুলাই কর্নার উদ্বোধন এক বছরেও মামলার অগ্রগতি না হওয়ায় হতাশ শহীদ মিলনের স্ত্রী দিলরুবা রংপুরে ফিলিং স্টেশনে ভয়াবহ বিস্ফোরণে নিহত ২, আহত ২৫

পদের লোভ দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগে যুবদল নেতা প্রিন্স ইমরানকে শোকজ

মুজিবনগর (মেহেরপুর) প্রতিনিধ:
  • আপলোডের সময় : শনিবার, ৩১ মে, ২০২৫
  • ৫৭৭১ বার পঠিত

পদের প্রলোভন দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগে জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সম্পাদক প্রিন্স আহমেদ ইমরানকে (ওরফে ইমরান প্রিন্স) শোকজ করেছে কেন্দ্রীয় যুবদল।

শুক্রবার (৩০ মে) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার স্বাক্ষরিত এক শোকজ নোটিশে বিষয়টি নিশ্চিত করা হয়। একইসঙ্গে নোটিশটি যুবদলের ভেরিফায়েড অফিসিয়াল ফেসবুক পেজেও প্রকাশ করা হয়েছে।

শোকজ পত্রে বলা হয়, সাবেক কেন্দ্রীয় নেতা হিসেবে প্রিন্স ইমরান রাজনৈতিক কর্মসূচিতে সভাপতি আবদুল মোনায়েম মুন্নার সঙ্গে ছবি তুলে ও তাঁর একান্তজন পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তিকে সংগঠনে পদ দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ দাবি করেছেন—যা যুবদলের নীতি ও আদর্শের পরিপন্থী এবং সংগঠনবিরোধী কার্যক্রম।

এই পরিস্থিতিতে আগামী তিন দিনের মধ্যে তাঁকে কেন্দ্রীয় যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের সম্মুখে হাজির হয়ে লিখিত বা মৌখিক ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে। ব্যাখ্যা সন্তোষজনক না হলে তাঁকে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলেও নোটিশে উল্লেখ করা হয়।

প্রিন্স আহমেদ ইমরান মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামের বাসিন্দা। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ছিলেন।

এদিকে, শোকজ নোটিশটি ফেসবুক পেজে প্রকাশের পর কমেন্ট সেকশনে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়। অধিকাংশ মন্তব্যে প্রিন্স ইমরানের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করা হয় এবং তাঁকে স্থায়ীভাবে বহিষ্কারের দাবি জানানো হয়। অনেকেই কেন্দ্রীয় যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..