বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ০৪:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
নিঝুমদ্বীপে চরমোনাইপন্থি ইসলামি যুব আন্দোলনের নেতার বিরুদ্ধে ছাত্রী ধর্ষণের অভিযোগ ফৌজিয়া সাফদার সোহেলী হাতিয়ার উন্নয়ন ও রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতি অঙ্গীকার ৭৮ অবসরপ্রাপ্ত কর্মকর্তার পদোন্নতির সুপারিশ সংসদ নির্বাচনের রোডম্যাপের খসড়া চূড়ান্ত গণপূর্তের নির্বাহী প্রকৌশলী আশরাফুল অনিয়ম, ঘুষ,দুর্নীতির আখড়া প্রাণ-আরএফএলের নামে বিষাক্ত পন্য তৈরির অভিযোগ এনবিআরের শীর্ষ ১৭ কর্মকর্তার সম্পদের হিসাব চেয়েছে দুদক অযত্ন-অবহেলায় অস্তিত্ব সংকটে নলছিটির সম্ভাবনাময় হাড়িখালি গ্রাম হঠাৎ অস্থির ডালের বাজার, কেজিতে বেড়েছে ২০ টাকা প্রচলিত প্রতিহিংসার রাজনীতির পরিবর্তন করতে হবে: তারেক রহমান

কুমিল্লার মুরাদনগরের ধর্ষণের ভিডিও ছড়িয়ে দেয়ার মামলায় গ্রেপ্তার ৪যুবকের ৭দিনের রিমান্ড আবেদন

রায়হান চৌধুরী (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপলোডের সময় : বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ৫৭৬৯ বার পঠিত

কুমিল্লার মুরাদনগরের পাচঁকিত্তা গ্রামের বাহারচরে এক প্রবাসীর স্ত্রীকে ঘরের দরজা ভেঙে ধর্ষণের ঘটনায় ধারণ করে ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয়ার দায়ে পর্ণোগ্রাফি আইনের মামলায় গ্রেপ্তার ৪যুবকের ৭দিনের রিমান্ড আবেদন করেছে মামলার তদন্ত কর্মকর্তা।

সোমবার দুপুরে কুমিল্লা জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত (১১নং মুরাদনগর) আদালতে এই রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা মুরাদনগর থানা পুলিশের উপপরিদর্শক রুহুল আমিন।
পরবর্তীতে আদালতে শুনানী হবে।

মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক রুহুল আমিন! জানান, মুরাদনগর থানার পাঁচকিত্তা গ্রামের ধর্ষণের ঘটনায় গ্রেপ্তারকৃত চার যুবক ওই নারীর বিবস্ত্র ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার অভিযোগ রয়েছে।

রবিবার (২৯ জুন) সন্ধ্যায় গ্রেপ্তারকৃত সুমন, রমজান আলী, আরিফ ও অনিকসহ ৪জনকে কুমিল্লা জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত( ১১নং মুরাদনগর) এ হাজির করা হলে আদালতের বিচারক মুমিনুল হক আসামীদেরকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। এই ঘটনায় আর কেউ জড়িয়ে আছে কিনা । সেই সাথে ঘটনার পেছনের তথ্য উপাত্ত মামলার তদন্তে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে আদালতে। তবে এখনও আদালত থেকে কোন আদেশে আমরা পাইনি।

তিনি আরো বলেন- ধর্ষণের ঘটনায় মূল অভিযুক্ত গ্রেপ্তার ফজর আলী পুলিশ হেফাজতে হাসপাতালে চিকিৎসার্ধীন রয়েছে। তারঁ শারিরিক অবস্থা উন্নতি হলেই তাকে আদালতে উপস্থাপন করা হবে। এখন তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। উপ-পরিদর্শক রুহুল আমিন মুরাদনগরের ধর্ষণের ঘটনায় দুটি মামলারই তদন্ত কর্মকর্তা

গত শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই নারীকে নিপীড়নের প্রথম ভিডিও ছড়িয়ে পড়ে। এ ঘটনায় গত শুক্রবার ফজর আলী নামে এক ব্যক্তিকে আসামি করে ধর্ষণের মামলা করেন ওই নারী। ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ফজর আলীসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ফজর ছাড়া অন্য চারজনের বিরুদ্ধে অভিযোগ– তারা ভিডিও অনলাইনে ছড়িয়েছেন। এ অভিযোগে রোববার কুমিল্লার মুরাদনগর থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে আরেকটি মামলা করেন ভুক্তভোগী নারী। ওই মামলায় চারজনের নাম উল্লেখ ও অজ্ঞাতপরিচয় আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে। ভাইরালকাণ্ডে জড়িত গ্রেপ্তারকৃতরা হলেন– একই এলাকার আবদুল হান্নানের ছেলে সুমন, জাফর আলীর ছেলে রমজান, মো. আলমের ছেলে আরিফ ও তালেম হোসেনের ছেলে অনিক।
এদিকে মুরাদনগরের ধর্ষণের ঘটনায় আরো একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা মিলেছে। ‘তোর বাপেরা আইছে নামের সামাজিক মাধ্যম ফেসবুক এর একটি আইডি থেকে ৩ মিনিট ৪২ সেকেন্ডের ওই ভিডিওটি ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায় ইতিমধ্যে ভাইরাল হয়েছে।
৩ মিনিট ৪২ সেকেন্ডের ভিডিও টিতে অভিযুক্ত ফজর আলীকে নির্যাতন করতে দেখা যায়।সেই সাথে ওই সময় এ তারঁ পাশে থাকা নারীকে আরেকজন বিবস্ত্র করছে ও মারধর করছে দেখা যাচ্ছে।

এর আগে দিকে ধর্ষণ ঘটনার মূল আসামি ফজর আলীকে ঢাকার সায়েদাবাদ থেকে আহত অবস্থায় গ্রেপ্তার করে পুলিশ । এ ঘটনায় মূল আসামী ফজর আলীসহ পাচঁজনকে গ্রেপ্তার করে পুলিশ।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..