কুমিল্লার মুরাদনগরে বিএসটিআই এর অনুমোদন ব্যাতিত নিম্নমানের শিশু খাদ্য ফ্লেভার জেলী ও আইস ললি তৈরি করার অপরাধে কারখানার মালিককে এক লাখ টাকা জরিমানা ও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালত।
শনিবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের নবীপুর গ্রামে এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আবদুর রহমান। এসময় বিএসটিআই এর অনুমোদন ব্যাতিত নিম্নমানের এবং পচা কাঁচামাল ব্যবহার করে নোংরা পরিবেশে ভেজাল শিশু খাদ্য ফ্লেভার জেলী ও আইস ললি তৈরি করার অপরাধে বাদল ফুড এন্ড বেভারেজ এর মালিককে ১ লাখ টাকা জরিমানা এবং ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি আনুমানিক চার লক্ষ টাকার উৎপাদিত পণ্য বাজেয়াপ্ত এবং বিনষ্ট করা হয়।
অভিযান পরিচালনায় সহযোগিতায় ছিলেন বিএসটিআই কুমিল্লা এর প্রতিনিধি ও মুরাদনগর থানা পুলিশ।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আবদুর রহমান।