জনগণের পাশে থেকে জনগন কে সাথে নিয়ে রাজনীতি করতে হবে। জনগন পূর্বেও আপনাদের পাশে ছিল ভবিষ্যতেও থাকবে। এমন কোন কাজ করবেন না যাতে সাধারন জনতা মুখ ফিরিয়ে নেন। ঘুষখোর, দুর্নীতিবাজ, চাঁদাবাজদের সঙ্গে আমার কোন আপোষ নেই। কাজেই সাবধান হয়ে যান,জনগনকে পাশে নিয়ে রাজনীতি করুন। জনতাই বিএনপির ক্ষমতার উৎস। শনিবার ( ৫ জুলাই) বিকাল ৫ টায় খারুয়া উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে খারুয়া ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলনে এসব কথা বলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি সদস্য, নান্দাইল উপজেলা বিএনপির আহ্বায়ক ইয়াসের খান চৌধুরী।
তিনি আরও বলেন- ইউনিয়ন কমিটিতে জনপ্রিয়তার ভোটিংয়ের মাধ্যমে নির্বাচিত করা হবে। দল কে যারা সুসংগঠিত করতে পারে তারাই কমিটিতে স্থান পাবে।
নান্দাইল উপজেলা বিএনপির সদস্য সচিব এনামুল কাদির ও সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মিজানুর রহমান লিটনের সঞ্চালনায় খারুয়া ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলনে বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক কাজী আব্দুস সাত্তার, আব্দুস সাত্তার, উপজেলা বিএনপির সদস্য শেখ মাহমুদ হোসেন,বদরুদ্দজামান বাদল, ওয়ালীউল্লাহ্, হাবিবুর রহমান মাষ্টার,খারুয়া ইউনিয়ন সাবেক সাধারণ সম্পাদক আতাউল করিম অলি সহ প্রমুখ।
ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি’র সদস্য ও উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক, উসমান গণি ভূঁইয়া গেনু, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি’র সদস্য ও পৌর বিএনপি’র সদস্য সচিব রফিকুজ্জামান ভূইয়া মনির, উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক রেজাউল করিম, উপজেলা বিএনপির সদস্য রফিকুল ইসলাম রফিক,বীর বেতাগৈর ইউনিয়নের সাবেক সাধারণ আব্দুস সালাম মন্ডল। পৌর বিএনপি’র যুগ্ন-আহবায়ক বাদল সরকার,
ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান রাসেল, কামরুল ইসলাম মন্ডল, সাংস্কৃতি বিষয়ক সম্পাদক সারোয়ার জাহান রাজীব, তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক মিজানুর রহমান অভি, ময়মনসিংহ উত্তর জেলা সেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক মো. হুমায়ুন কবির, উপজেলা ছাত্রদলের আহবায়ক অনিক আহমেদ বাবুল, সদস্য সচিব সাদ্দাম হোসেন, যুগ্ম-আহবায়ক নাজিম উদ্দিন ভূঁইয়া নাদিম,মাহবুব আলম রবিন, নান্দাইল পৌর ছাত্রদলের আহ্বায়ক ইমরান সরকার, সদস্য সচিব খায়রুল ইসলাম শুভ,যুগ্ম-আহবায়ক পিয়াস হোসেন, উপজেলা ও পৌর বিএনপি, যুবদল এবং সেচ্ছাসেবকদল, ছাত্রদলের নেতাকর্মী সহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।