শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ১০:১২ অপরাহ্ন

নান্দাইলে কালিগঞ্জ বাজারের প্রবেশ পথ ৫০০ মিটার রাস্তা এলাকাবাসীর মরনফাঁদ

মাহবুবুর রহমান বাবুল, নিজস্ব প্রতিনিধি নান্দাইল:
  • আপলোডের সময় : শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
  • ৫৭৫৬ বার পঠিত

ময়মনসিংহের নান্দাইল উপজেলার পুর্বপ্রান্তে এবং অবহেলিত জনপদের নাম রাজগাতী ইউনিয়ন। যে ইউনিয়নে সীমান্তবর্তী হওয়ায় বিভিন্ন সময় বিভিন্ন সরকার ক্ষমতায় আসলেও ওই জনপদের অধিবাসীদের ভাগ্যের পরিবর্তন তেমন হয়নি। রাস্তাঘাট শিক্ষা প্রতিষ্ঠান চিকিৎসা সহ মৌলিক অধিকার থেকে অনেকাংশে বঞ্চিত ও বলা চলা। মুশুলী থেকে কালী বাজার রাস্তাটি অত্যন্ত জন গুরুত্বপূর্ণ। রাজগাতী ইউনিয়নের সিংহভাগ অধিবাসীরা যাতায়াতের একমাত্র পথ। জেলা শাখার শহর ময়মনসিংহ কিশোরগঞ্জ ও থানা সদর নান্দাইল উপজেলা যেতে হলে উক্ত রাস্তাই শেষ ভরসা। কিন্তু রাস্তাটি কয়েক বছর পর পর সংস্কার হলেও নামকাওয়াস্তে দায়সারা ভাবে কাজ করে ঠিকাদার চলে যায়।

ফলে কয়দিন যানবাহন চলাচল করলে আবারও সেই ভগ্নদশা ফিরে আসে। কালীগঞ্জ বাজার এতদ অঞ্চলের বানিজ্যিক কেন্দ্র হিসাবে খ্যাত। উক্ত বাজারে একটি অগ্রনী ব্যাংকের শাখা পাশেই কাশি নগর উচ্চ বিদ্যালয় ও প্রাইমারি স্কুল সহ নানাবিধ প্রতিষ্ঠান রয়েছে। কিন্তু বিধিবিধান বিগত সময় রাস্তা সংস্কার হলেও বাজারের একমাত্র প্রবেশ পথ কালি গঞ্জ বাবুল উলুম দাখিল মাদরাসার গেইট থেকে শুরু করে বাজার প্রবেশ পর্যন্ত ৩০০ মিটার কাজ না হওয়ায় বর্ষার মৌসুমে অবর্ননীয় ভোগান্তি পোহাতে হয়। এর পাশেই রয়েছে রাজগাতী ইউনিয়নের ভুমি অফিস এবং বাজারের কেন্দ্রীয় জামে মসজিদ। যে মসজিদে প্রতিদিন বাজার সহ আশা পাশের মুসুল্লিরা পাচ ওয়াক্ত নামাজ আদায় করে। তাছাড়া এই এলাকার একমাত্র দ্বীনি প্রতিষ্ঠান কালিগঞ্জ বাবুল উলুম দাখিল মাদরাসা। যে প্রতিষ্ঠানে অসং্খ্য শিক্ষার্থী রয়েছে। শিক্ষক শিক্ষার্থীরা উক্ত রাস্তা পারাপার খুবই কষ্টদায়ক হয়ে উঠে। অনেক সময় যানবাহন চলাচল করতে নানাবিধ দুর্ভোগ পোহাতে হয়। অটোরিকশা সহ অন্যান্য যানবাহন উলটে যাওয়ার মতো ঘটনা অহরহ ঘটছে।

অগ্রনী ব্যাংক কালিগঞ্জ বাজার শাখার ম্যানেজার মোহাম্মদ হাফিজুর রহমান জানান, উক্ত স্থানটি পথচারীদের জন্য মরনফাদে পরিনত হয়েছে। এর থেকে উত্তরণ সময়ের দাবী। কাশিনগর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোহাম্মদ মতিয়ুর রহমান ভুইয়া জানান, উক্ত রাতাটি বনাটি গাংগাইল পাড়া আউটারগাতী খয়রাটি কাশিনগর সহ এ এলাকার একমাত্র পথ থানা সদর সহ দেশের বিভিন্ন স্থানে গমনের। কিন্তু কয়েকশ মিটার রাস্তা সংস্কার না হওয়ায় অনেক সময় দুর্ঘটনার শিকার হতে হয়। এ মৌসুমে সংস্কারের আবেদন জানান।

কালিগঞ্জ বাবুল উলুম দাখিল মাদরাসা সুপার জানান, ছাত্রছাত্রী প্রতিষ্ঠান থেকে বের হলেই দুর্ভোগ পোহাতে হয়। অনেক সময় অনেক শিক্ষার্থী দুর্ঘটনার সন্মুখিন হতে হয়। তিনি দ্রুত সংস্কারে দাবি জানান ।

রাজগাতী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: রোকন উদ্দিন জানান, এলাকাবাসীর জন্য দুখের কারণ হয়ে দাঁড়িয়েছে। এর থেকে দ্রুত মানুষ পরিত্রাণ চায়।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..