ময়মনসিংহের নান্দাইল উপজেলা ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান সুরসুন্দা নদের ওপর মনোরম পরিবেশে গড়ে ওঠা তারঘাট আনছারীয়া ফাযিল ( ডিগ্রী) মাদরাসায় ২০২৪-২৫ সেশনে ফাজিল প্রথম বর্ষে ছাত্রছাত্রীদের ওরিয়েন্টেশন ক্লাশ উদ্বোধনের মাধ্যমে পড়াশোনার যাত্রা শুরু হয়।
১৮ আগস্ট রোজ সোমবার মাদরাসা অডিটোরিয়ামে অধ্যক্ষ মাওলানা মো আব্দুর রহিমের সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক মো মাহবুবুর রহমান ও প্রভাষক মাওলানা মো শামসুল ইসলাম এর যৌথ সঞ্চালনায় পবিত্র কোরান থেকে তেলাওয়াত করেন দশম শ্রেণি শিক্ষার্থী মো: নাজমুল ইসলাম ।
স্বাগত বক্তব্য অধ্যক্ষ মাওলানা মো আব্দুর রহিম বলেন, দীর্ঘ দিনের স্বপ্ন ছিল এক অবস্থানে নরসুন্দা নদীর উপকন্ঠে এলাকার শিক্ষার্থীরা প্রথম শ্রেণী থেকে ফাজিল ( ডিগ্রী ) পর্যন্ত পড়াশোনার সুযোগ পাবে। মহান রাব্বুল আলামিনের অশেষ বরকতে অবকাঠামোগত নান্দনিক সুবিধা সহ একটা মানের প্রতিষ্ঠানে এলাকার সহযোগিতায় করতে পেরেছি। আশা করি এতদ অঞ্চলের একটি আর্দশ বিদ্যাপীঠ হিসাবে রূপ লাভ করবে। তিনি আরও শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন তামিরুল মিল্লাত কিংবা কাসেমিয়া নয় পড়াশোনা করলে অজয় পাড়া গায়ে থেকে মাদরাসা পড়াশোনা করে বিসিএস ক্যাডার হওয়া সম্ভব। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয় বুয়েট মেডিকেল সহ মাদরাসা ছাত্রছাত্রীরা কৃতিত্বের সাক্ষর রাখছে।
প্রথম বর্ষের শিক্ষার্থীদের পক্ষ থেকে মোছা তামান্না আক্তার, ও স্বর্না আক্তার নিজ প্রতিষ্ঠানে ফাজিল ক্লাশ করতে পেরে তারা উচ্ছাস প্রকাশ করেন এবং সন্মানিত উস্তাদের প্রতি কৃতজ্ঞতাবোধ জ্ঞাপন করেন।
আমন্ত্রিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন নান্দাইল উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা মো আব্দুস সালাম, সহকারী অধ্যাপক মাওলানা মো নুরুল আমিন সুপার মাওলানা মো আবু সালেহ আকন, মো,আব্দুল হান্নান,। বক্তারা নিয়মিত আগমন প্রস্থান ও পাঠে মনোনিবেশ করার জন্য
আহবান জানান।
শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মাওলানা মো আবুল কালাম আজাদ, সহকারী অধ্যাপক মাওলানা মো আক্রাম হোসাইন, প্রভাষক মাওলানা আব্দুল আওয়াল নোমান, সহকারী সিক্ষক মো: নুরুল কবীর ভুইয়া, সহকারী মৌলভী মাওলানা মো রফিকুল ইসলাম।
নবাগত শিক্ষার্থীদের ছবক প্রদান করেন অধ্যক্ষ মাওলানা মো আব্দুস সালাম ও সহকারী অধ্যাপক মাওলানা আকরাম হোসাইন।
আলোচনা শেষে শিক্ষার্থী ও দেশ-জাতির জন্য মোনাজাত পরিচালনা করেন অধ্যক্ষ মাওলানা মো আব্দুর রহিম।
উল্লেখ্য প্রতিষ্ঠানটিতে ইতিমধ্যে নান্দনিক গেইট আইসিটি ভবন ল্যাব মেধাবী শিক্ষার্থীদের বিভিন্ন দিবসে পুরস্কার প্রদান করায় সহ আধুনিক সুযোগ বিদ্যমান থাকায় একটি আর্দশ দ্বীনি প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠেছ। ইতিমধ্যে উক্ত প্রতিষ্টান থেকে প্রতিবছর পাবলিক পরীক্ষায় প্রায় শতভাগ ফলাফল করে আসছে এবং বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় সহ জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ লাভ করছে।