রাজধানীর কামরাঙ্গীর চরের ৫৭নম্বর ওয়ার্ড এর ফোটা এলাকায় এক নারীর ঠোটা এলাকায় এক নারীর রহস্যজনক মৃত্যুর খবর পাওয়া গেছে, নিহত সুইটি আক্তার মোমো(১৫) এ ঘটনায় পুলিশ দুই জন ব্যক্তিকে আটক করেছে১. শিপন(২৬) ২. হানিফ(২৭) এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা অনলাইন নিউজ পোর্টাল এবিসি নিউজ কে জানান মৃত সুইটি আক্তার মোমো (১৫)কে জুসের সাথে বিষ মিষিয়ে খাওয়ানো হয়। সাধারণ তথ্যে জানা যায়। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন অবস্থায় রয়েছে।