মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫, ০১:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
রেলওয়ে স্টাফদের কর্মবিরতি প্রত্যাহারের আহ্বান মন্ত্রনালয়ের সাবেক মেয়র তাপসের মতো তার স্ত্রী আফরিনও রহস্যজনক শতকোটি টাকার মালিক ঢাবি অধিভুক্ত সাত কলেজ পৃথকীকরণের সিদ্ধান্ত বিশ্ব ইজতেমা উপলক্ষে ডিএমপির গাড়ি পার্কিং ও চলাচলে নির্দেশনা প্রধান উপদেষ্টাকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন নরেন্দ্র মোদি ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের সঙ্গে বিস্তৃত অংশীদারিত্ব ও সহযোগিতা চুক্তি স্বাক্ষরের পক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে বন্ধ হচ্ছে ৭ কলেজের ভর্তি পটুয়াখালীর পায়রাকুঞ্জ ফেরির ইজারাদার কর্তৃক সাংবাদিককে হুমকি প্রধান উপদেষ্টার দাভোস সফর বাংলাদেশের জন্য ঐতিহাসিক অর্জন: প্রেস সচিব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে মিনি ক্রিকেট টূর্নামেন্ট অনুষ্ঠিত

তাপমাত্রা আরও কমার পূর্বাভাস

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : শনিবার, ২৯ জানুয়ারী, ২০২২
  • ৫৯১৬ বার পঠিত

রাজধানী ঢাকাসহ সারাদেশে কমেছে তাপমাত্রা। তাপমাত্রা কমে বেশ শীত অনুভূত হচ্ছে। আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা আরও কমবে। পাশাপাশি দেশের বেশ কয়েকটি জেলায় বয়ে যাওয়া শৈত্যপ্রবাহ বিস্তার লাভ করবে।

শুক্রবার রাতে আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম সংবাদদাতাকে বলেন, শনিবার তাপমাত্রা আরও কমবে। এতে শীতের তীব্রতা বাড়বে। শৈত্যপ্রবাহ বিস্তার লাভ করতে পারে। আগামী মাসের ৪-৫ তারিখের দিকে বৃষ্টির আভাস রয়েছে। তবে এখনই নিশ্চিত বলা যাচ্ছে না।

সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আকাশ আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং এছাড়া দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

গোপালগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, মৌলভীবাজার, যশোর ও কুষ্টিয়া জেলাসহ রংপুর ও রাজশাহী বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে এবং বিস্তার লাভ করতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে, দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সিনপটিক অবস্থা উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তত্সংলগ্ন বাংলাদেশের পশ্চিমাঞ্চল পর্যন্ত বিস্তৃত। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। পরবর্তী ৪৮ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে। বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, এ সময়ের প্রথমার্ধে তাপমাত্রা বাড়তে পারে।

গত ২৪ ঘণ্টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল রাজারহাটে ৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল ঢাকায় সূর্যোদয় ৬টা ৪১ মিনিটে, সূর্যাস্ত ৫টা ৪২ মিনিটে।

 

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..