বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
রাঙ্গাবালীতে শিক্ষার্থীদের ক্লাস বর্জন, সভাপতির পদত্যাগের দাবিতে আল্টিমেটাম কক্সবাজারে বিতর্কিত ব্যবসায়ী জসিমের শাস্তি দাবিতে বিক্ষোভ বেতাগীতে চাঁদাবাজী ও সালিশ-বানিজ্য রুখতে বিএনপি’ র মাইকিং যেকোনো মূল্যে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সরকার বদ্ধ পরিকর : শারমীন এস মুরশিদ দাভোসে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ দাভোসে প্রধান উপদেষ্টার বৈঠক : তুলে ধরা হবে বিদেশি বিনিয়োগের জন্য বাংলাদেশ উপযুক্ত স্থান শীর্ষস্থানীয় বিশ্ব নেতাদের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক : চুরি যাওয়া সম্পদ ফেরত পেতে সহায়তা কামনা ভালবাসা এমনি হয়: রিমি কবিতা বেগম ফায়জুন্নেসা মহিলা ডিগ্রি কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন উদীচী শিল্পী গোষ্ঠী বামনা উপজেলা শাখার কমিটি গঠন সভাপতি নেছার, সম্পাদক এনামুল

জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা শাখা’র উদ্যোগে ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

রায়হান চৌধুরী (কুমিল্লা প্রতিনিধি):
  • আপলোডের সময় : সোমবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৫৮৬৭ বার পঠিত

কুমিল্লায় বর্ণাঢ্য আয়োজনে ঐতিহ্যবাহী প্রাচীনতম সংগঠন জাতীয় সাংবাদিক সংস্থা’র ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। রোববার (১২ ফেব্রুয়ারি) সকালে কুমিল্লা জেলা কমিটির উদ্যোগে কোটবাড়ী এলাকার নীলকুঞ্জ রিসোর্টে দিনব্যাপী বনভোজন, আলোচনা সভা, কেক কাটা, বিভিন্ন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও র‍্যাফেল ড্র’র মধ্যদিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

দিবসটি উপলক্ষে জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা কমিটির সভাপতি রবিউল বাশার খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি আলমগীর গনি।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশে বিভিন্ন বিভিন্ন স্থানে প্রতিনিয়তই সংবাদ কর্মীরা হামলার শিকার হচ্ছেন, এ ব্যাপারে প্রশাসনের বিশেষ নজর ও দোষীদের দৃষ্টান্তমুলক শাস্তি হওয়া দরকার। সেই সঙ্গে সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালনে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখতে হবে।

এ সময় জাতীয় সাংবাদিক সংস্থার জেলার সদস‍্য জয়নাল আবেদীন জয়ের উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক মাহমুদ মোস্তফা ও কুমিল্লা জেলা কমিটির উপদেষ্টা সদস্য ও কুমিল্লা প্রেস ক্লাবের নিবার্হী সদস্য ওমর ফারুকী তাপস, কুমিল্লা জেলা কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান কাশেম, আব্দুল আউয়াল সরকার, মোঃ রফিকুল ইসলাম, জুয়েল রানা মজুমদার, কুমিল্লা জেলা কমিটির সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম তরুণ, যুগ্ম সাধারণ সম্পাদক ফেরদৌস মাহমুদ মিঠু, সহ-সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান, মনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের আশিক, সহ-সাংগঠনিক সম্পাদক বাবর হোসেন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পাপিয়া সরকার।

বিভিন্ন উপজেলা কমিটির পক্ষে বক্তব্য রাখেন, বুড়িচং উপজেলা কমিটির সভাপতি গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির, মুরাদনগর কমিটির সভাপতি এম কে আই জাবেদ, সাধারন সম্পাদক ভোরের কাগজ’র প্রতিনিধি রায়হান চৌধুরী, চান্দিনা কমিটির সভাপতি এনটিভির প্রতিনিধি সাংবাদিক কাজী আব্দুর রাজ্জাক রাশেদ, লালমাই কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম, দেবিদ্বার কমিটির সভাপতি সাংবাদিক ভিপি ময়নাল হোসেন, সাধারণ সম্পাদক সাংবাদিক ফখরুল ইসলাম সাগর, চৌদ্দগ্রাম কমিটির সভাপতি আব্দুল মান্নান প্রমুখ।

বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে নানান প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ১ ম, ২য় ও ৩ য় স্থান অর্জন কারীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। সবশেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে বৈশাখী সামাজিক সাংস্কৃতিক সংগঠন, কুমিল্লার শিল্পী খুশি,জয়ন্তীপাল,ইমন,নাইম,কালাম ও সোহেল।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..