কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় করিমগঞ্জ সরকারি কলেজ মোড়ে ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মো. হাবিবুর রহমান হাসেম (৪০) ও সম্রাট (৩৫) নামে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়।
জানা যায়, ৪ আগস্ট (সোমবার) সকাল ৯ টায় করিমগঞ্জ উপজেলার কলেজ মোড়ে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। স্থানী কয়েকজন ব্যক্তিবর্গ জানান, ট্রাকটি নেয়ামতপুরের বালিখলা থেকে কিশোরগঞ্জের দিকে আসার পথে অপর দিক থেকে মোটরসাইকেল আরোহী দুইজন আসলে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়।
মৃত ব্যক্তিদের একজন হলেন পাশ্ববর্তী ইটনা উপজেলার কমলভোগ গ্রামের হাজী ছমির উদ্দীনের ছেলে মো. হাবিবুর রহমান হাসেম (৪০) তিনি পেশায় একজন শিক্ষক ছিলেন। অন্যজন পাশ্ববর্তী তাড়াইল উপজেলার দামিহা ইউনিয়নের কাজলা মধ্যপাড়া গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে সম্রাট (৩৫)। তারা দু’জনই একই মোটরসাইকেলে ছিলেন বলে জানা যায়।
করিমগঞ্জ থানার তদন্ত ওসি হাফিজুর রহমান জানান, আমরা খবর পাওয়ার সাথে সাথেই পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়। ঘটনাস্থল থেকে আমরা একটি ট্রাক ও দুটি মরদেহ উদ্ধার করা হয় এবং মরদেহগুলি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তবে ট্রাকটি পুলিশ হেফাজতে আছে। এ ব্যাপারে এখনো পর্যন্ত থানায় কোন অভিযোগ দায়ের করা হয়নি।