বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাঙ্গাবালীতে শিক্ষার্থীদের ক্লাস বর্জন, সভাপতির পদত্যাগের দাবিতে আল্টিমেটাম কক্সবাজারে বিতর্কিত ব্যবসায়ী জসিমের শাস্তি দাবিতে বিক্ষোভ বেতাগীতে চাঁদাবাজী ও সালিশ-বানিজ্য রুখতে বিএনপি’ র মাইকিং যেকোনো মূল্যে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সরকার বদ্ধ পরিকর : শারমীন এস মুরশিদ দাভোসে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ দাভোসে প্রধান উপদেষ্টার বৈঠক : তুলে ধরা হবে বিদেশি বিনিয়োগের জন্য বাংলাদেশ উপযুক্ত স্থান শীর্ষস্থানীয় বিশ্ব নেতাদের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক : চুরি যাওয়া সম্পদ ফেরত পেতে সহায়তা কামনা ভালবাসা এমনি হয়: রিমি কবিতা বেগম ফায়জুন্নেসা মহিলা ডিগ্রি কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন উদীচী শিল্পী গোষ্ঠী বামনা উপজেলা শাখার কমিটি গঠন সভাপতি নেছার, সম্পাদক এনামুল

নৌকায় ভোট দিন, উন্নয়ন করা আমাদের দায়িত্ব : প্রবাসী কল্যাণমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩
  • ৫৮৩৭ বার পঠিত

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবার আওয়ামী লীগকে বিজয়ী করতে জনগনের প্রতি আহবান জানিয়ে বলেছেন, আপনারা নৌকায় ভোট দিন, উন্নয়ন করা আমাদের দায়িত্ব। উন্নয়নের জন্য কাজ করছেন শেখ হাসিনা।
মন্ত্রী আজ সোমবার বিকালে সিলেটের গোয়াইনঘাট উপজেলার নবগঠিত বিছনাকান্দি ইউনিয়নের কুমার বাজারে গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগ আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
জনসভায় মন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকারের নেতৃত্বে সারাদেশে অভূতপূর্ব উন্নয়নের পাশাপাশি গোয়াইনঘাট উপজেলার শিক্ষা, চিকিৎসা, যোগাযোগ ও শতভাগ বিদ্যুতায়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে। জাফলং সেতু, গোয়াইনঘাট সেতুসহ আওয়ামী লীগ সরকার গোয়াইনঘাট উপজেলার যোগাযোগ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। অতীতে অন্য কোন সরকারের আমলে সেটা কল্পনাও করা যায়নি।
তিনি বলেন, ৩৯ কোটি টাকা ব্যয়ে আজ বিছনাকান্দি ইউনিয়নে লুনি নদী (আনফরের ভাঙ্গায়) সেতুর ভিত্তি প্রস্থর স্থাপন করে সিলেটের পর্যটনে অপার সম্ভাবনার সৃষ্টি করা হয়েছে।
তিনি আরো বলেন, এছাড়াও এ অঞ্চলের মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে সিলেটের গোয়াইনঘাটের জাফলং থেকে কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ পর্যন্ত ভারতীয় সীমান্ত এলাকায় ৩০ কিলোমিটার রাস্তা নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। যার ফলে এঅঞ্চলের সবকটি পর্যটন কেন্দ্রে এক সড়ক ব্যবহার করে পর্যটকরা সহজে যাতায়াত করতে পারবে।
মন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের সামগ্রিক উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দেশ বিরোধী যেকোন অপতৎপরতার বিরুদ্ধে রুখে দাড়িয়ে আওয়ামী লীগের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকতে জনগণের প্রতি আহবান জানান।
গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পশ্চিম আলীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া হেলালের পরিচালনায় জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ, জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা লুৎফুর রহমান লেবু, যুগ্ম সম্পাদক সুভাস চন্দ্র পাল ছানা, সামসুল আলম, সাংগঠনিক সম্পাদক এডভোকেট জামাল উদ্দিন, সিলেট জেলা পরিষদ সদস্য সুবাস দাস, গোয়াইনঘাট উপজেলা যুবলীগের আহবায়ক ফারুক আহমদ, যুগ্ম আহবায়ক শাহাব উদ্দিন, রুস্তুমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আশিকুর রহমান, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, গোয়াইনঘাট উপজেলা ছাত্র লীগের সভাপতি সুফিয়ান আহমদ, সাধারণ সম্পাদক গোলাম রেজওয়ান রাজীব প্রমুখ।
এরআগে মন্ত্রী সোমবার সকাল ১১টায় সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি ইউনিয়নে লুনি নদী (আনফরের ভাঙ্গায়) ৩৯ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন সেতুর ভিত্তি-প্রস্থর স্থাপন করেন।
এসময় মন্ত্রী বলেন, সরকারের উন্নয়ন পরিক্রমায় সীমান্তবর্তী এলাকার মানুষকে সম্পৃক্ত করার লক্ষ্যে পর্যটনমুখী কর্মসংস্থান সৃষ্টিতে এ উদ্যোগ হাতে নিয়েছে সরকার ।
মন্ত্রী আরো বলেন, লুনি নদী (আনফরের ভাঙ্গায়) সেতু নির্মাণ হলে শুধু বিছনাকান্দি ইউনিয়নবাসী নয় বরং এর উপকার পাবে পুরো সিলেটবাসী। এ সেতুটি নির্মাণ হলে সিলেটের পর্যটনে নতুন সম্ভাবনার দুয়ার খুলবে। দেশ-বিদেশ থেকে সিলেটে ঘুরতে আসা ভ্রমণ পিপাসুরা যাতে মাত্র দুই দিনে সিলেটের ২৩টি পর্যটন স্পট ঘুরে দেখতে পারেন সে লক্ষেই সরকার কাজ করছে।
এসময় উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ, জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ, গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ ফজলুল হক, গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ কে এম নজরুল ইসলাম, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আসলাম, সাধারণ সম্পাদক ও পশ্চিম আলীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া হেলাল, সিলেট জেলা পরিষদ সদস্য সুবাস দাস প্রমুখ।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..