বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাঙ্গাবালীতে শিক্ষার্থীদের ক্লাস বর্জন, সভাপতির পদত্যাগের দাবিতে আল্টিমেটাম কক্সবাজারে বিতর্কিত ব্যবসায়ী জসিমের শাস্তি দাবিতে বিক্ষোভ বেতাগীতে চাঁদাবাজী ও সালিশ-বানিজ্য রুখতে বিএনপি’ র মাইকিং যেকোনো মূল্যে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সরকার বদ্ধ পরিকর : শারমীন এস মুরশিদ দাভোসে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ দাভোসে প্রধান উপদেষ্টার বৈঠক : তুলে ধরা হবে বিদেশি বিনিয়োগের জন্য বাংলাদেশ উপযুক্ত স্থান শীর্ষস্থানীয় বিশ্ব নেতাদের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক : চুরি যাওয়া সম্পদ ফেরত পেতে সহায়তা কামনা ভালবাসা এমনি হয়: রিমি কবিতা বেগম ফায়জুন্নেসা মহিলা ডিগ্রি কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন উদীচী শিল্পী গোষ্ঠী বামনা উপজেলা শাখার কমিটি গঠন সভাপতি নেছার, সম্পাদক এনামুল

মোঃ রায়হান চৌধুরী, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ

মোঃ শাকিল আহমেদ, বামনা( বরগুনা) প্রতিনিধিঃ
  • আপলোডের সময় : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
  • ৫৭৮৪ বার পঠিত
বিষখালী নদীর বামনা অংশে রুহিতা চর সংলগ্ন আর এটি নতুন চর জেগে ওঠেছে। গত কয়েক বছর ধরে চরটি প্রায় ৩শত একর জমি নিয়ে বিষখালীর বুকে দৃষ্যমান হয়েছে । কৃষিতে অপার সম্ভাবনাময় নতুন জেগে ওঠা এই চরটি বিষখালী নদীর পশ্চিম তীরে রুহিতার চর সংলগ্ন স্থানে জেগে ওঠায় বামনা বাসী চরটি বামনা উপজেলার সম্পত্তি দাবী করে রেকর্ডভূক্ত করার জন্য বিভিন্ন দপ্তরে দাবী জানান।
এদিকে বিষখালী নদীর পূর্ব সফিপুর ও রুহিতা গ্রামের কোল ঘেসে জেগে ওঠা নতুন চরটি বামনা উপজেলা ভূমি অফিসে রেকর্ডভূক্ত করার দাবীতে মানববন্ধন করেন এলাকাবাসীরা।
আজ সোমবার(১৮ নভেম্বর) সকালে উপজেলার গোলচত্ত্বরে মানববন্ধন কর্মসূচিতে রুহিতা ও পূর্বসফিপুর গ্রামের শতাধিক কৃষকরা অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দেন, বামনা উপজেলা বিএনপির আহবায়ক আবুল কালাম আজাদ রানা, যুগ্ম আহবায়ক ও পূবসফিপুর গ্রামের বাসিন্দা এনায়েত কবির হাওলাদারসহ দুই গ্রামের নেতাকর্মীরা।
মানববন্ধনে বক্তারা বলেন, বিগত ফ্যাসিষ্ট আওয়ামী সরকারের আমলে উপজেলার রুহিতার চরসহ বিভিন্ন চরের জমি বিপুল পরিমান অর্থের বিনিময়ে নদীর অপর তীরের বেতাগী উপজেলার মানুষদের ইজারা দিয়েছিলো। বামনা উপজেলার সীমানায় চরগুলো এ উপজেলার মানুষ ভোগদখল করবে এটাই নিয়ম। তাই নতুন জেগে ওঠা চরটি যেহেতু রুহিতার চরের পশি^ম পাশে জেগে ওঠেছে তাই এটিও বামনার সম্পত্তি। এটাকে কখনো আমরা বামনা বাসি হাতছারা করতে দিবোনা।
দ্রুত নতুন এই চরটি যাতে বামনা উপজেলা ভূমি অফিসে এ উপজেলার উপজেলার সম্পত্তি হিসাবে নথি ভূক্ত করা হয় মানববন্ধনে এমন দাবী বক্তাদের।
এ ব্যপারে বামনা উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. মাইনূল ইসলাম খান জানান, নদীর বুকে চর জেগে উঠলে সেটিকে সেটেলমেন্ট কর্তৃপক্ষ সার্ভে করেন। তাদের সারর্ভে শেষে জানা যাবে চরটি কোন অঞ্চলের সীমানায়। বিষখালী নদীতে জেগে ওঠা নতুন চরটির এখনো সার্ভে করা হয়নি। সার্ভে শেষ হলে সেটি বামনা উপজেলার সীমানায় হলে সেটির মালিক হবে বামনা আর তখন আমরা সেটিকে নথিভূক্ত করতে পারবো

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..