আজ বুধবার ( ০১ জানুয়ারী) গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায় আবুল প্রধান প্রি-ক্যাডেট এন্ড হাই স্কুলে নতুন বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়।
সকাল ৯ টায় স্কুল প্রাঙ্গণে প্রথম শ্রেণি থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত বিনামূল্যে সরকারী পাঠ্যপুস্তক শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়। নতুন বই পেয়ে শিক্ষার্থীরা খুবই উচ্ছ্বসিত ও আনন্দিত ।
বই বিতরণ উৎসব অনুষ্ঠানে আবুল প্রধান প্রি-ক্যাডেট এন্ড হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ আব্দুল জব্বারের সঞ্চালনায় ও শ্রীপুর উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন ও আবুল প্রধান প্রি-ক্যাডেট এন্ড হাই স্কুলের সভাপতি জনাব আলহাজ্ব মোঃ আবুল হোসেনের সভাপতিত্বে বই বিতরণ উৎসব অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
বই বিতরণে বক্তব্য রাখেন আবুল প্রধান প্রি-ক্যাডেট এন্ড হাই স্কুলের সভাপতি জনাব আলহাজ্ব মোঃ আবুল হোসেন, নবনিযুক্ত সহকারী প্রধান শিক্ষক জনাব মঈনুর রহমান ও সিনিয়র গণিত শিক্ষক জনাব জয়দুল করিম জয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক মোঃ দেলোয়ার হোসেন, খাদিজা খাতুন, মোছাঃ আমেনা খাতুন, মোছাঃ আসমাউল হোসনা, মোঃ আশেক মাহমুদ মিঠুন, মোঃ সাজ্জাদ হোসেন মাহিম, মোঃ পারভেজ ,মনিকা আক্তার ও সাকিনা আক্তার প্রমূখ।