রবিবার, ২৪ অগাস্ট ২০২৫, ০৯:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
দুবাই গোল্ড সূকে নতুন বিনিয়োগে এগোচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি শ্রমিকদের অনিশ্চিত ভবিষ্যৎ ঢাকাস্থ মির্জাগঞ্জ জার্নালিস্টস ফোরামের পক্ষ থেকে পপুলার লাইফ ইন্সু: এর সি: ডিএমডি’কে সম্মাননা স্মারক প্রদান নয়া দিগন্তের সাবেক সম্পাদক আলমগীর মহিউদ্দিন মারা গেছেন কেন্দ্র দখল হলে পুরো কেন্দ্রের ভোট বাতিল: সিইসি ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে চারজনের মৃত্যু চির নিদ্রায় শায়িত হলেন জাতি গড়ার অমিয় কারিগর মতিয়ুর রহমান ভুইয়া মঞ্জু জুলাই বিপ্লবের বর্ষপুর্তি উপলক্ষে নলছিটিতে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত নান্দাইলে স্বদেশ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির মরণোত্তর বীমা দাবীর চেক প্রদান ও কর্মী উন্নয়ন মিটিং রংপুরে হবে ৫৬০ শয্যার বিশেষায়িত হাসপাতাল: স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান

রাঙ্গাবালীতে কলেজ কমিটি নিয়ে উত্তেজনা, অধ্যক্ষের বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫
  • ৫৭৯৩ বার পঠিত

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ আবদুল ছাত্তার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. রুহুল আমিনের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির আশ্রয় নিয়ে গোপনে নিজের পছন্দের ব্যক্তিকে এডহক কমিটির সভাপতি করার অভিযোগ উঠেছে। এ কমিটি বাতিলের দাবিতে উপজেলার চরমোন্তাজ ইউনিয়নে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ জানুয়ারি) বিকেল সাড়ে ৪ টায় ‘আয়োজনে সকল অভিভাবকবৃন্দ’-লেখা সম্বলিত ব্যানারে ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়। শুরুতে ওই ইউনিয়নের স্লুইস বাজারে কর্মসূচিতে অংশ নেওয়া লোকজন সমবেত হয়ে বিক্ষোভ মিছিল করে। পরে মিছিলটি আবদুল ছাত্তার স্কুল এন্ড কলেজের সামনে গিয়ে মানববন্ধনে মিলিত হয়। এতে প্রায় পাঁচ শতাধিক লোক অংশ নেন।

মানববন্ধনে অংশ নেওয়া বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ রুহুল আমিনের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির নানা অভিযোগ রয়েছে। সেসব অভিযোগ যাতে প্রকাশ্যে না আসে-এজন্য তার পছন্দের লোক হিসেবে পরিচিত জসিম উদ্দিনকে এডহক কমিটির সভাপতি করা হয়েছে। কাউকে না জানিয়ে অনিয়মের আশ্রয় নিয়ে গোপনে রুহুল আমিন প্রতিষ্ঠানের এডহক কমিটি গঠন করেছে। যা সর্বস্তরের মানুষ প্রত্যাখ্যান করেছে। বক্তাদের দাবি, শিক্ষা প্রতিষ্ঠানের স্বার্থে অনিয়মের মাধ্যমে গঠন করা কমিটি অনতিবিলম্বে বাতিল করে নিয়ম মেনে বৈধভাবে কমিটি গঠন করা হোক।

অভিযুক্ত চরমোন্তাজ আবদুল ছাত্তার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. রুহুল আমিন বলেন, ‘সরকারি বিধি-বিধান মোতাবেক এডহক কমিটি সাবমিট করেছি। পরে কমিটি অনুমোদন হয়ে আসছে। এখন নজরুল মুন্সির মনোনীত লোক হতে পারেনি বিধায় এই ক্ষোভ। এই কমিটির ব্যাপারে জেলা প্রশাসক, ইউএনওসহ সংশ্লিষ্ট সকলেই অবগত।’

মানববন্ধন কর্মসূূচির প্রধান বক্তা নজরুল ইসলাম মুন্সি বলেন, ‘কলেজে বসে করা আনুষ্ঠানিক মিটিংয়ে সর্বস্তরের মানুষের মনোনীত যে সভাপতি প্রার্থী ছিল, তাকে সভাপতি করা হয়নি। অধ্যক্ষ গোপনে নিজের পছন্দের ব্যক্তিকে সভাপতি করেছেন। তাই অবৈধ ওই কমিটি বাতিলের দাবি তুলেছে সব শ্রেণী পেশার মানুষ।’

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..