মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ১০:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঝালকাঠিতে জিও ব্যাগ ফেলতে গিয়ে সুগন্ধ্যায় ডুবে শ্রমিকের মৃত্যু ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের মৃত্যুতে শোক জানিয়েছেন সাবেক এমপি সেলিম উদ্দিন ঝালকাঠিতে প্রতিপক্ষের হামলায় অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৩  বরিশালে ইয়ুথ ভলান্টিয়ার এওয়ার্ড প্রদানসংক্রান্ত কমিটির সভা অনুষ্ঠিত আমতলীতে বিয়ের দাবীতে অনশনে বসা বিশ্ববিদ্যালয় ছাত্রীর বিরুদ্ধে মামলা অসহায় কৃষাণীর মাঠের ধান কেটে দিলেন তালতলী কৃষক দল বিয়ানীবাজারে কিষান-কিষানিদের ব্যস্ত সময় বরগুনার আমতলীতে ভুয়া ডিবি পরিচয়ে মামলার তদন্ত করে চাঁদাবাজি গ্রেফতার ২ পল্টনে সাব্বির টাওয়ারের টপ ফ্লোরে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আজ : সূচকে ১৬ ধাপ উন্নতি বাংলাদেশের

কক্সবাজারে বিতর্কিত ব্যবসায়ী জসিমের শাস্তি দাবিতে বিক্ষোভ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫
  • ৫৭৭৪ বার পঠিত

প্রতারণার মাধ্যমে অর্থের মালিক হওয়া চট্টগ্রামের চন্দনাইশের সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিতর্কিত ব্যবসায়ী জসীম উদ্দিনের শাস্তির দাবিতে কক্সবাজারের পরিস্থিতি গত কয়েকদিন ধরে উত্তপ্ত হয়ে উঠেছে। আর এই উত্তাপের জের পড়েছে কক্সবাজারের রাজপথেও।

বুধবার (২২ জানুয়ারি) বিকেলে কক্সবাজারের রাজপথে বিক্ষুব্ধ জনতার স্রোত নেমেছিল। কক্সবাজারের সর্বস্তরের জনতার ব্যানারে আয়োজিত বিক্ষোভ মিছিলেই দেখা মিলে এমন জনস্রোতের। যেখানে ‘জসিমের গালে গালে-জুতা মরো তালে তালে’, ‘জসিমের চামড়া-খুলে নেবো আমরা’ সহ নানা স্লোগানে মুখরিত ছিল রাজপথ।

পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বেলা ২ টার পর থেকে কক্সবাজারের বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল আসতে থাকে শহীদ সরণির কক্সবাজার জেলা বিএনপির কার্যালয়ের সামনে। বেলা বাড়ার সাথে সাথে এ জমায়েত প্রসারিত হয়ে কক্সবাজার কেন্দ্রিয় শহীদ মিনার থেকে পালের দোকান এলাকা পর্যন্ত। সাড়ে ৩ টায় বের করা হয় বিক্ষোভ মিছিলটি। কক্সবাজারের সর্বস্তরের জনতার ব্যানারে বিক্ষোভ মিছিলটির আয়োজন হলে কক্সবাজার সদর, পৌর, রামু, ঈদগাঁও উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবকদল, মাহিলাদলসহ নানা পেশাজীবী ব্যানার সহকারে এ মিছিলে অংশ নিতে দেখা গেছে। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাজারঘাটা গিয়ে এক পথসভা অনুষ্ঠিত হয়েছে।

যেখানে বক্তারা বলেছেন, আইজিপি বেনজিরের ক্যাশিয়ার জসিম, তার স্ত্রী তানজিনা সুলতানা, ভাই মাসুদ কুখ্যাত চোরাচালানকারী, স্বীকৃত প্রতারক, জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগের অর্থ যোগানদাতা এবং কক্সবাজারের পর্যটন খাতে বিশৃঙ্খলা সৃষ্টিকারী। এই প্রতারক কক্সবাজারের পর্যটন শিল্পসংশ্লিষ্ট একটি বিষয় নিয়ে স্থানীয় সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় মৎস্যবিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল উভয়পক্ষের মধ্যে বিরোধ মীমাংসার উদ্যোগ গ্রহণ করায় কাজলের বিরুদ্ধে কুৎসার রটিয়েছে। জসীমসহ তার সহযোগীকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করে শাস্তির দাবি জানানো হয়।

সভায় কক্সবাজার সদর, পৌর, রামু, ঈদগাঁও উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবকদল, মাহিলাদল নেতাকর্মী ছাড়াও নানা পেশাজীবী নেতারা বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, প্রতারণার মাধ্যমে অর্থের মালিক হওয়া চট্টগ্রামের চন্দনাইশের সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিতর্কিত ব্যবসায়ী জসীম উদ্দিনকে কক্সবাজারে আর আসতে দেখা হবে না। সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় মৎস্যবিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজলের বিরুদ্ধে কুৎসা রটানো ও মিথ্যা সংবাদ প্রকাশ করায় বিএনপির, পেশাজীবী সংগঠন, ব্যবসায়ী মহল ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা মিছিল, সমাবেশ ও স্মারকলিপি দিয়ে একই দাবি জানিয়ে ছিলেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..