গত ২৪ জানুয়ারি শুক্রবার মোংলা উপজেলার চিলা ইউনিয়নের বৈদ্যমারি বাজার মাঠে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে মিনি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। উক্ত টুর্নামেন্টের আয়োজন করেন মোংলা উপজেলা যুবদল,ছাত্রদল,স্বেচ্ছাসেবক দল ও চিলা ইউনিয়ন বিএনপির সকল অঙ্গ সংগঠন এবং এলাকার তরুণ যুব সমাজ।
টুর্নামেন্টের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোংলা উপজেলা বিএনপির সম্মানিত সদস্য ও সাবেক সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন ঝংকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোংলা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন-আহবায়ক আমিনুল ইসলাম মিঠু, মোংলা উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ন-আহবায়ক তানজিদুল ইসলাম নয়ন, মোংলা উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব নাছির মুসল্লি।
আরো উপস্থিত ছিলেন চিলা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মোহাম্মদ জালাল হোসেন মুসল্লী, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ হালিম শেখ, বিশিষ্ট সমাজসেবক ও বিএনপি নেতা মোহাম্মদ আনোয়ার শেখ ও মোংলা উপজেলা যুবদল নেতা সাইফুল সিকদার।
এ ছাড়াও আরো উপস্থিত ছিলেন চিলা ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ শহিদুল হাওলাদার,সাধারণ সম্পাদক মোহাম্মদ মারুফ মুসল্লি ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ বাবুল ইজারাদার।
অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন সাংবাদিক শেখ মহিউদ্দিন।
এ সময় অতিথি বৃন্দরা বলেন আমরা এই টুর্নামেন্টির আয়োজন করেছি এজন্য যাতে করে তরুণ সমাজকে মাদকের কালো ছোবল এবং অনলাইন জুয়া থেকে দূরে রাখতে পারি। আমরা চাই সবাই এক হয়ে দেশের সম্পদ তরুণ যুব সমাজকে ধ্বংসের মুখ থেকে খেলাধুলা মুখি করতে। খেলাধুলাই পারে একটি মানুষকে পরিপূর্ণ সুস্থ রাখতে সুস্থ দেহ এবং সুস্থ মনের জন্য খেলাধুলার কোন বিকল্প নেই। তাই আসুন আমরা সবাই খেলাধুলা করি এখানে অনেক তরুণ যুবকেরা একত্রিত হয়েছে এ যেন তরুণদের এক মিলন মেলা তোমরাই পার সুন্দর একটি দেশ উপহার দিতে।
অনুষ্ঠানটির তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ ওসমান খান, মোহাম্মদ বশির খান, মোহাম্মদ বিল্লাল খান, মোহাম্মদ ফাহাদ ফকির, মোহাম্মদ ইমরান, মোহাম্মদ রনি, মোহাম্মদ হাসিব ও মোহাম্মদ রকিব।
অনুষ্ঠানটির ধারাভাষ্যে ছিলেন মোহাম্মদ মহিম মাতব্বর।
অনুষ্ঠানে গণমাধ্যম কর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজ সেবক সহ কয়েক’শ ক্রিকেট প্রেমী দর্শকদের আনন্দ উপভোগের মধ্যদিয়ে জমকালো আয়োজনে খেলা শেষে অতিথিবৃন্দ খেলোয়াড়দের মাঝে পুরষ্কার বিতরণ করেন।