শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ০৭:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
বেতাগীতে ভ্রাম্যমান আদালতে ত্রিশ হাজার টাকা জরিমানা বরগুনা জেলার সংসদীয় তিনটি আসন পুর্নবহাল না করায় ক্ষুব্ধ সাধারণ মানুষ মুরাদনগরে পেশাগত দায়িত্ব পালনকালে ৭ সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা নলছিটিতে মহিলা বিষয়ক অধিদপ্তরের সচেতনামূলক সভা অনুষ্ঠিত এই মুহূর্তে দেশে নির্বাচিত সরকার দরকার: আমীর খসরু গাইবান্ধায় ১০ কেজি গাঁজাসহ আটক ২ ঘুষ-দুর্নীতির অভিযোগে জর্জরিত যুব উন্নয়ন পরিচালক হামিদ খান গ্যালাক্সি গ্রুপের ওয়ালিদ এর বিরুদ্ধে অর্থ পাচার ও কর ফাঁকির অভিযোগ ‎নান্দাইলে দ্বীনি শিক্ষার আলো ছড়াচ্ছে তারঘাট আনছারীয়া ফাজিল (ডিগ্রী)মাদরাসা তাড়াইলে মাওলানা ইমদাদুল হক (রহ.) এর মাগফেরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল

তাড়াইলে জামায়াতের গণ দাওয়াতি সমাবেশ

জুবায়ের আহমাদ জুয়েল (কিশোরগঞ্জ):
  • আপলোডের সময় : শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫৮১৭ বার পঠিত

কিশোরগঞ্জের তাড়াইলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর গণ দাওয়াতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩১জানুয়ারি) বাদ জুম’আ তাড়াইল সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে দলটির উপজেলা শাখার আমীর, মুহাম্মাদ হাবিবুর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে ও সেক্রেটারি এম.কে মাসুদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ অঞ্চল পরিচালক ড. সামিউল হক ফারুকী। তিনি বলেন- আওয়ামীলীগ বাংলাদেশে ধর্মনিরপেক্ষতার নামে ধর্মহীনতা চালু করেছিল, পাঠ্যপুস্তকে ইসলাম বিরোধী প্রবন্ধ-নিবন্ধ সংযোজনের মাধ্যমে কোমলমতি শিশুদের ধর্ম বিমুখ করতে চেয়েছিল কিন্তু বাংলাদেশের জনগণ তাদের উদ্দেশ্য সফল হতে দেয়নি, ছাত্র জনতার তীব্র আন্দোলনে টিকে থাকতে না পেরে পালাতে বাধ্য হয়েছে।
তিনি আরো বলেন, আওয়ামীলীগের প্রেতাত্মারা এখনো বাংলাদেশের মাটিতে বিচরণ করছে তাদের ষড়যন্ত্র থেকে দেশ ও জাতিকে বাঁচাতে হলে সবসময় সতর্ক থাকতে হবে এবং আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে হবে।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখার আমীর ও কেন্দ্রীয় শুরার সদস্য অধ্যাপক মুহাম্মাদ রমজান আলী, ইবনে সিনা হাসপাতাল ধানমন্ডি ঢাকার সিনিয়র কার্ডিওলজিস্ট, প্রফেসর কর্নেল (অব:) ডা: জেহাদ খান, বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখার নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ আজিজুল হক, সহকারী সেক্রেটারি মাওলানা আজহারুল ইসলাম, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক এ্যডভোকেট মুহাম্মাদ মুসলেহ উদ্দীন সুমন, কর্মপরিষদ সদস্য মাওলানা এ.কে.এম ছানাউল্লাহ।

এছাড়াও উপস্থিত ছিলেন- মীর মুহাম্মাদ সেলিম রেজা, ডা: আক্কাছ উদ্দীন, ডা: আব্দুল ওয়াহাব, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি হাসান আল মাহমূদ, সাবেক সভাপতি খালেদ হাসান জুম্মান (প্রমুখ)।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..