শনিবার, ০৫ জুলাই ২০২৫, ০৪:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
দেড় কোটি প্রবাসীর ভোটাধিকার নিশ্চিতের দাবি গণঅভ্যুত্থানে হত্যা-হামলার বিচার চাইলেন জুলাই যোদ্ধারা মেহেরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড: ক্ষতি প্রায় ৩ লাখ টাকা বাংলাদেশ সব সময় জাপানের বন্ধুত্ব ও অবদান স্মরণে রাখবে: ড. ইউনূস ‘ঢাকায় শুরু হচ্ছে অ্যাস্ট্রো-অলিম্পিয়াড’ বেতাগীতে জামায়াত ইসলামের ডেঙ্গু প্রতিরোধে প্রচারনা ও স্যালাইনসহ ঔষধ বিতরণ নান্দাইলে ট্রান্সফরমার সহ চোর চক্রের ৩ সদস্য আটক মুরাদনগরে সেই নারীর ঘটনায় চার আসামীর ৩ দিনের রিমান্ড মঞ্জুর বেতাগীতে স্লুইস নির্মাণ কাজ শেষ না হওয়ায় কৃষকদের দুর্ভোগ : ফসল আনাবাদী পার্বত্য চট্টগ্রামের একশ স্কুলে এ বছরই ই-লার্নিং চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার

স্বাস্থ্য সংস্কার প্রস্তাবনা জমা দিয়েছে বিএনপি

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫৭৭৫ বার পঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র পক্ষ থেকে স্বাস্থ্য সংস্কার প্রস্তাবনা জমা দেওয়া হয়েছে।

বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলামের নেতৃত্বে ৬ সদস্যের একটি প্রতিনিধি দল আজ বৃহস্পতিবার দুপুর ২ টার দিকে রাজধানীর মিন্টু রোডস্থ (১ নং মিন্টু রোড) শহিদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে ‘স্বাস্থ্য সংস্কার কমিশন অফিসে’ গিয়ে দলের ‘স্বাস্থ্য সংস্কার প্রস্তাবনা’ কমিশনের কাছে জমা দেন।

এস এম রফিকুল ইসলাম বাচ্চুর নেতৃত্বাধীন প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন-অধ্যাপক ডা. রফিক আল কবির লাবু ও ডাক্তার পারভেজ রেজা কাকন, সহ-পরিকল্পনা বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম ও নার্সিং বিষয়ক সম্পাদক মিসেস জাহানারা খাতুন।

এর আগে, গত মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিএনপি’র পক্ষ থেকে দেশের স্বাস্থ্য খাত সংস্কারের রূপরেখা তুলে ধরা হয়েছে। দেশে ‘সার্বজনীন স্বাস্থ্য ব্যবস্থা’ গড়ে তোলার লক্ষ্যে যুক্তরাজ্যের (ইউকে) ন্যাশনাল হেলথ সার্ভিস’র আদলে স্বাস্থ্য খাত সংস্কারের রূপরেখায় প্রান্তিক জনগোষ্ঠীর মানসম্মত স্বাস্থ্য সেবার ওপর গুরুত্ব দিয়েছে বিএনপি।

গত মঙ্গলবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্বাস্থ্য মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন স্বাস্থ্য খাতে দলটির সুনির্দিষ্ট  রূপরেখা উপস্থাপন করেন।

স্বাস্থ্য খাতের বর্তমান প্রেক্ষাপট বর্ণনা করে তিনি বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর জন্য মানসম্পন্ন স্বাস্থ্য সেবা যেমন এখনো নিশ্চিত হয়নি, তেমনি চিকিৎসা বিজ্ঞানের শিক্ষা আজ অবধি পরিকল্পিত নয়।
‘আমাদের চিকিৎসা ব্যবস্থা আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে কাঙ্ক্ষিত প্রতিযোগিতায় সক্ষমতা অর্জন করেনি’-উল্লেখ করে ড. মোশাররফ বলেন, এ কারণেই সাধারণ জনগোষ্ঠীর চিকিৎসা সেবা প্রাপ্তির জন্য বিদেশগমন প্রবণতায় এখনো উচ্চ হার বিদ্যমান।

সাবেক স্বাস্থ্যমন্ত্রী ড. মোশাররফ বলেন, বেসরকারি স্বাস্থ্য সেবা ব্যবস্থা অদ্যাবধি সর্বজনীন জনবান্ধব হয়ে ওঠেনি। স্বাস্থ্য সেবা প্রাপ্তি দেশের জনগণের অন্যতম মৌলিক অধিকার এই কথাটির বাস্তব প্রতিফলন আজও প্রত্যাশিত মাত্রায় উপনীতি হতে পারেনি।

বিএনপির এই প্রবীণ নেতা বলেন, ‘সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষায় ইউনির্ভারসেল হেলথ কভারেজ’র আলোকে বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফায় ২৬ তম ধারায় স্বাস্থ্য খাত সংস্কারের প্রস্তাব করা হয়েছে।

এই ধারায় বলা হয়েছে, বিএনপি ‘সবার জন্য স্বাস্থ্য’-এ নীতির ভিত্তিতে উন্নত কল্যাণকামী রাষ্ট্রে বিদ্যমান স্বাস্থ্য ব্যবস্থার আলোকে সকলের জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার নিশ্চিতে পদক্ষেপ গ্রহণ করবে।
এছাড়াও সকলের জন্য সর্বোচ্চ স্বাস্থ্য সেবা প্রাপ্তির লক্ষ্যে প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করার কথাও বলা হয়েছে।

সংবাদ সম্মেলনে স্বাস্থ্য খাতে বিএনপির প্রস্তাবনা তুলে ধরে খন্দকার মোশাররফ বলেন, ‘বিএনপি জনগণের ভোটে আগামীতে ক্ষমতায় গেলে দারিদ্র্য বিমোচন না হওয়া পর্যন্ত সুবিধা বঞ্চিত হতদরিদ্র  মানুষের জন্য সামাজিক নিরাপত্তা বেষ্টনী আরও সম্প্রসারিত করা হবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..