শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫, ০৩:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
বেতাগীতে ভ্রাম্যমান আদালতে ত্রিশ হাজার টাকা জরিমানা বরগুনা জেলার সংসদীয় তিনটি আসন পুর্নবহাল না করায় ক্ষুব্ধ সাধারণ মানুষ মুরাদনগরে পেশাগত দায়িত্ব পালনকালে ৭ সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা নলছিটিতে মহিলা বিষয়ক অধিদপ্তরের সচেতনামূলক সভা অনুষ্ঠিত এই মুহূর্তে দেশে নির্বাচিত সরকার দরকার: আমীর খসরু গাইবান্ধায় ১০ কেজি গাঁজাসহ আটক ২ ঘুষ-দুর্নীতির অভিযোগে জর্জরিত যুব উন্নয়ন পরিচালক হামিদ খান গ্যালাক্সি গ্রুপের ওয়ালিদ এর বিরুদ্ধে অর্থ পাচার ও কর ফাঁকির অভিযোগ ‎নান্দাইলে দ্বীনি শিক্ষার আলো ছড়াচ্ছে তারঘাট আনছারীয়া ফাজিল (ডিগ্রী)মাদরাসা তাড়াইলে মাওলানা ইমদাদুল হক (রহ.) এর মাগফেরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল

চাঁদাবাজির অভিযোগে বিএনপির হারানো পদ ফিরে পেতে মরিয়া নাসিম আকন

অনলাইন ডেস্ক:
  • আপলোডের সময় : শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫৭৯৩ বার পঠিত
ঝালকাঠী চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগ ওঠায় ঝালকাঠির রাজাপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক নাসিম উদ্দিন আকনের দলীয় পদ স্থগিত করেছে কেন্দ্রীয় বিএনপি। তবে তিনি এই পদ ফিরে পাওয়ার জন্য মরিয়া চেষ্টা চালাচ্ছেন। বিএনপির কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামালসহ বরিশাল বিএনপির কয়েকজন নেতা তার পক্ষে তদবির করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। 
এলাকায় ব্যাপক চাঁদাবাজি, দখল বাণিজ্য ও ভয়ভীতি প্রদর্শনের খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে দলীয় সিদ্ধান্তে গত ৮ জানুয়ারি নাসিম উদ্দিন আকনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। নোটিশের  উপযুক্ত জবাব না পাওয়ায় গত ২ ফেব্রুয়ারি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তার পদ স্থগিত করা হয়।
পদ হারানোর পর ঝালকাঠি বিএনপির এই নেতা তা ফিরে পেতে মরিয়া চেষ্টা চালাচ্ছেন। মোটা অংকের অর্থের বিনিময়ে নেতাদের দিয়ে তদবির করানোর অভিযোগ পাওয়া গেছে।
নাসিম আকনের পদ ফিরে পেতে গত ৪ ফেব্রুয়ারি কেন্দ্রীয় বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল, সহ-সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) আকন কুদ্দুসুর রহমান ও মাহবুবুল হক নান্নুর সুপারিশসহ ভারপ্রাপ্ত চেয়ারম্যান বরাবর আবেদন করা হয়েছে বলে জানা গেছে।
এদিকে নাসিম আকনের নানা অপরাধমূলক কর্মকাণ্ডে বিরক্ত স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। ইতোমধ্যে তাকে অবাঞ্ছিত ঘোষণা করেছে জেলা শ্রমিক দল। বিচারের দাবি জানিয়ে বিবৃতি দিয়েছে জাতীয় নাগরিক কমিটিও। তার বিরুদ্ধে আওয়ামী লীগ নেতাকর্মীদের পুনর্বাসনের অভিযোগও তুলেছেন স্থানীয়রা।
সূত্র : Dhaka Mail

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..