মির্জাগঞ্জ উপজেলার দেউলী সুবিদখালী ইউনিয়নে ২ দিন ব্যাপী জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠান ২০২৫ উদ্বোধন করা হয়েছে।
মির্জাগঞ্জ উপজেলার দেউলী সুবিদখালী ইউনিয়নের ২০ স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করবেন।
ক্রীড়া,সাংস্কৃতিক অনুষ্ঠান, কুইজ প্রতিযোগিতাসহ মোট ৪৮ টি আইটেমে প্রতিযোগীরা অংশগ্রহণ করবেন,
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।
পটুয়াখালীর মির্জাগঞ্জে ১২ ই ফেব্রুয়ারি রোজ বুধবার সকাল ১০ঃ০০ ঘটিকার সময় মির্জাগঞ্জ উপজেলার দেউলী সুবিদখালী ইউনিয়নে সুবিদখালি আর, কে বালিকা মাধ্যমিক বিদ্যালয় ও সুবিদখালি শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় মাঠে ১২- ১৩ই ফেব্রুয়ারি রোজ বুধ ও বৃহস্পতিবার দুইদিন ব্যাপী জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠানের উদ্বোধন করা করা হয়।
উক্ত অনুষ্ঠানে মির্জাগঞ্জ উপজেলা সহকারী শিক্ষা অফিসার নিজাম উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জাগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রিয়াজুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুবিদখালী আর,কে বালিকা মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক গোলাম সরোয়ার মির্জাগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি কে, এম আব্দুর রাজ্জাক দোকলাখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শওকত হোসেন, সুবিদখালী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জহির, পূর্ব সুবিদখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষিকা শাহনাজ পারভিন, প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন পশ্চিম সুবিদখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সরদার নাসির উদ্দিন ও সুবিদখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ঝুমা পারভিন।