দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের নান্দাইল উপজেলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস -২৫ উদযাপন উপলক্ষে সকাল ১১ ঘটিকায় উপজেলা চত্বরের সামনে উপজেলা প্রশাসন ও দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে এক অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে নান্দাইল উপজেলা নিবার্হী অফিসার জনাবা সারমিনা সাত্তার এর সভাপতিত্বে বক্তব্য রাখেন নান্দাইল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জনাব মোঃ আহসান উল্লাহ, নান্দাইল ওয়ার্ল্ড ভিশনের এরিয়া ম্যানেজার জনাব সাগর জন কষ্ঠা, নান্দাইল ফায়ার সার্ভিসের লিডার মোঃ রেজাউল করিম।
উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তা, স্কুল কলেজের ছাত্র-ছাত্রী সহ জনসাধারণ। আলোচনা সভাশেষে উপস্থিত জনসাধারণের সামনে ফায়ার সার্ভিস ইউনিটের কর্মীরা অগ্নি নির্বাপক বিভিন্ন মহড়া প্রদর্শন করে জনসাধারণকে সচেতনতা বৃদ্ধি করতে উদ্বুদ্ধ করেন।