রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ০৫:২১ অপরাহ্ন
শিরোনামঃ
চৈতার পীর মাওলানা নুর মোহাম্মদ খান মারা গেছেন ‘অবাধ সুষ্ঠু নির্বাচন: সহিংসতা মূক্ত সম্প্রীতির বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত নান্দাইলে বিএনপি মনোনীত প্রার্থী ইয়াসের খান চৌধুরীর পক্ষে ধানের শীষ প্রতীকে বিশাল গণ জোয়ার  আমতলীতে ব্যবসায়ীকে হাতুড়ি পেটা করে টাকা ছিনতাই শিক্ষার মান উন্নয়ন ছাড়া জাতি গঠন সম্ভব নয় — মোরেলগঞ্জে বিএনপির কেন্দ্রীয় নেতা ড. ওবায়দুল ইসলাম রাজধানীতে আবারও ভূমিকম্প অনুভূত ভূমিকম্পে রাজধানীসহ সারাদেশে নিহত ১০, আহত সাড়ে ৪০০ প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি চেয়ারপারসনের একান্ত বৈঠক ভূমিকম্পে হতাহতের ঘটনায় তারেক রহমানের শোক ভূমিকম্পে হতাহতের খবরে শোক ও দুঃখ প্রকাশ প্রধান উপদেষ্টার

নান্দাইল পৌর বিএনপির আহ্বায়ক পিকুলকে অব্যাহতি

মাহবুবুর রহমান বাবুল (নান্দাইল):
  • আপলোডের সময় : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ৫৮৬১ বার পঠিত

ময়মনসিংহের নান্দাইল পৌর বিএনপি আহবায়ক ও সাবেক পৌরসভার মেয়র
আহ্বায়ক এএফএম আজিজুল ইসলাম পিকুলকে দলের সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২০ মার্চ) বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বারিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ, সংঘাত সৃষ্টি ও সংগঠন বিরোধী কর্মকাণ্ডের সঙ্গে লিপ্ত থাকার কারণে ময়মনসিংহ জেলার নান্দাইল পৌর বিএনপির আহ্বায়ক এ এফ এম আজিজুল ইসলাম পিকুলকে বিএনপির প্রাথমিক সদস্য সহ সকল পর্যায়ের পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অব্যাহিত প্রাপ্ত এ এফ এম আজিজুল ইসলাম পিকুল-এর স্থলে নান্দাইল পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. নজরুল ইসলাম ফকিরকে ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

উল্লেখ্য, নান্দাইল সরকারী শহিদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজ মাঠে গতকাল বুধবার সন্ধ্যায় ইফতার অনুষ্ঠানের আয়োজনের সিদ্ধান্ত নেয় উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি। অপর দিকে একই সময়ে ওই স্থানেই ইফতার অনুষ্ঠানের আয়োজন করেন বিএনপির পদবঞ্চিত নেতাকর্মীরা। আহ্বায়ক কমিটি ইফতার আয়োজন করলে দুপুরের পর থেকে নতুন বাজার এলাকায় দুটি প অবস্থান নেয় এবং দুপরে মারমুখী অবস্থানে উত্তেজনা শুরু হয়। বিকেল ৪টার পর দুপরে উত্তেজনার একপর্যায়ে বিএনপির পদবঞ্চিত নেতাকর্মী এবং আহ্বায়ক কমিটির নেতাদের মধ্যে সংঘর্ষ হয়। এতে লাদেন মিয়া নামে এক যুবদল কর্মী গুলিবিদ্ধ সহ ১০ জন আহত হয়েছেন। এ অবস্থায় পাল্টাপাল্টি ধাওয়ার মুখে ১৪৪ ধারা জারির বিষয়টি মাইকের মাধ্যমে জানিয়ে তাৎণিক পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ প্রশাসন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..