বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ০২:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
অসামাজিক কর্মকান্ড দেখে ফেলায় মারধর: প্রতিবাদে মানববন্ধন মির্জাগঞ্জে প্রতিবন্ধী বিদ্যালয়ে ঈদ সামগ্রী বিতরণ পথশিশু ফাউন্ডেশন এর উদ্যোগে সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে ঈদ উপহার ককটেল রবিন ও সন্ত্রাসী চুন্নুকে গ্রেফতারের দাবিতে জুতা ও ঝাড়ু মিছিল চীনের সঙ্গে সখ্যতা বাড়ছে ইউনুসের সরকারি বাঙলা কলেজে মহান স্বাধীনতা দিবস উদযাপন কৃষকদের দেয়া সরকারি প্রনোদনা কালোবাজারিতে বিক্রির অভিযোগ মুরাদনগরে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস পালিত মুরাদনগরে শ্রমিক গ্রেফতার ও মিথ্যা মামলার প্রতিবাদে বাস চলাচল বন্ধ মির্জাগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

মির্জাগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

জিয়াউর রহমান (নিজস্ব প্রতিবেদক):
  • আপলোডের সময় : বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ৫৭৬১ বার পঠিত

পটুয়াখালীর মির্জাগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।

বুধবার ( ২৬ মার্চ ) সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্যদিয়ে দিবসটির সূচনা করা হয়। সকাল ১০ টায় মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে প্রথমে পুস্পস্তবক অর্পণ করেন, উপজেলা প্রশাসন ও পরিষদ। এরপর একে একে পুষ্পস্তবক অর্পণ করেন, থানা পুলিশ, উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠন, স্বাস্থ্য কমপ্লেক্স, ফায়ার সার্ভিস, বিভিন্ন সরকারি দপ্তর, সাংবাদিক সংগঠন, সেচ্ছাসেবী সংগঠন ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানসহ সর্বস্তরের মানুষ।

পরে উপজেলা পরিষদ চত্বরে কুচকাওয়াজ অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন এবং রঙিন বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে স্বাধীনতা ও জাতীয় দিবসের উদ্বোধন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলামের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, থানা অফিসার ইনচার্জ ( ওসি) শামীম হাওলাদার, উপজেলা বিএনপির সহ-সভাপতি গোলাম ফারুক মুন্সি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশিদ মুন্সি, গোলাম সরোয়ার মনজু, সাংগঠনিক সম্পাদক সুজন সিকদার, প্রচার সম্পাদক আলমগীর হোসেন, সদস্য মোবারক আলী মুন্সি, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা সিরাজুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ওয়াজেদ আলী হাওলাদার প্রমুখ। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

কুচকাওয়াজে অংশগ্রহণ করেন, থানা পুলিশ, আনসার ভিডিপি ও ফায়ার সার্ভিসের সদস্যরা-সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

এছাড়াও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা, হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশনসহ মসজিদ ও মন্দিরে বিশেষ দোয়া ও প্রার্থনা অনুষ্ঠিত হয়।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..