ফিলিস্তিনের গাজায় চলমান ইসরায়েলি বর্বর গণহত্যার প্রতিবাদে কিশোরগঞ্জের তাড়াইলে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ এপ্রিল) জোহরের নামাজ শেষে উপজেলা ইমাম ওলামা পরিষদ ও সর্বস্তরের তওহীদি জনতার আয়োজনে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে তাড়াইল-সাচাইল দারুল হুদা কাছেমুল উলুম মাদরাসা মাঠে সমাবেশ মিলিত হয়।
ফিলিস্তিনের গাজায় চলমান ইসরায়েলি বর্বর গণহত্যার প্রতিবাদে তাড়াইলের বিক্ষোভ মিছিলে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সকল শ্রেণী পেশার তৌহিদী জনতা অংশ গ্রহণে সমাবেশে বক্তব্য রাখেন, তাড়াইল-সাচাইল দারুল হুদা কাছেমুল উলুম মাদরাসার মুহতামিম ও উপজেলা ইমাম ওলামা পরিষদের সভাপতি মাওলানা ফয়েজ উদ্দিন, সাধারণ সম্পাদক মাওলানা জুবায়ের আহমাদ, জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ তাড়াইল উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুর রউফ,
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কিশোরগঞ্জ জেলা শাখার সহ ধর্ম বিষয়ক সম্পাদক সারোয়ার আলম প্রমূখ।
উপজেলা ইমাম ওলামা পরিষদের সভাপতি শায়খুল হাদীস মাওলানা ফয়েজ উদ্দিন বলেন, ‘গাজার নিরীহ জনগণের ওপর ইসরায়েলের বর্বর হামলা মানবতার বিরুদ্ধে ভয়াবহ অপরাধ। শিশু, নারী ও বৃদ্ধসহ নিরীহ মানুষকে নির্বিচারে হত্যা করা হচ্ছে, যা আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘন। বক্তারা আরও বলেন, ‘ইসরায়েল দীর্ঘদিন ধরে ফিলিস্তিনি জনগণের ওপর দখলদারিত্ব ও নির্যাতন চালিয়ে আসছে। মুসলিম উম্মাহকে গাজার নির্যাতিত মানুষের পাশে দাঁড়াতে হবে এবং বিশ্ব সম্প্রদায়কে ইসরায়েলের এই নৃশংসতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে।’