সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
আমতলীতে নারী ইউপি সদস্যের ঘর থেকে অবৈধভাবে মজুদ রাখা ৬৪ বস্তা সার জব্দ। তাড়াইলে প্রশংসায় ভাসছেন ৫৬৫দিনে হিফয সম্পন্ন করা হাফেজ ফুয়াদ ২৬ বছর থেকে ছাত্র সংসদ নেই বিয়ানীবাজার সরকারি কলেজে, অবিলম্বে নির্বাচনের দাবি বরেণ্য সংগীতশিল্পী ফরিদা পারভীন আর নেই নান্দাইলে রাজগাতী ইউনিয়নে দুটি উঠোন বৈঠক ও বিএনপির অফিস উদ্বোধন করেন ইয়াসের খান চৌধুরী মুরাদনগরের পরমতলায় বিএনপির নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত আমতলীতে ক্রাম বোর্ড খেলাকে কেন্দ্র দুই বংশের সদস্যদের দফায় দফায় সংঘর্ষে আহত-২৫ নলছিটি উপজেলা পূজা উদযাপ পরিষদের কমিটি গঠিত ফিউচার মুরাদনগর মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত মোরেলগঞ্জে যৌতুকের দাবির অভিযোগে গৃহবধূ নির্যাতন, স্বামীসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ

নান্দাইলে উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ উদযাপন ॥

মাহবুবুর রহমান বাবুল (নান্দাইল ) :
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ৫৭৯৭ বার পঠিত

মাহবুবুর রহমান বাবুল ( নান্দাইল ) প্রতিনিধি ঃ ময়মনসিংহের নান্দাইল উপজেলা প্রশাসনের উৎসবমুখর পরিবেশে ও ঝাঁকজমকপূর্ণ আয়োজনে বাঙ্গালির ঐতিহ্য পহেলা বৈশাখ বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপন করা হয়েছে। নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তারের সভাপতিত্বে সকাল ৯টায় জাতীয় সংগীত ও ‘এসো হে বৈশাখ’ গান পরিবেশনের মাধ্যমে বৈশাখী অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। পরে উপজেলা প্রশাসন ও সরকারি-বেসরকারি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহনে এক বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে প্রশাসনের আয়োজিত বৈশাখী মঞ্চে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার। নান্দাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়জুর রহমান নান্দাইল ও উপজেলা একাডেমিক সুপারভাইজার আনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে এক পর্যায়ে বৈশাখী ভোজ শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান, বাঙ্গালির ঐতিহ্যবাহী লাঠি খেলা, কাবাডি, রশিটানা, হাড়ি ভাঙ্গা, তেলযুক্ত কলাগাছে আরোহন ও বিস্কুট দৌড় খেলা সহ নানাবিধ খেলা অনুষ্ঠিত হয়। এছাড়া বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে মোনাজাত ও প্রার্থনা শেষে নান্দাইল উপজেলা হাসপাতাল, এতিমখানা এবং থানা হাজতে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। উক্ত শোভাযাত্রায় নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেন, নান্দাইল পৌরসভার সাবেক মেয়র এ.এফ.এম আজিজুল ইসলাম পিকুল, উপজেলা জামায়েতের আমির কাজী শামসুদ্দিন, নান্দাইল উপজেলা নাগরিক ফোরামের আহ্বায়ক রফিকুল ইসলাম খান নাসিম সহ প্রশাসনের বিভিন্ন দপ্তর প্রধানগণ, সরকারি-বেসরকারি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, রাজনৈতিক, সাংবাদিক, ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ সহ শিার্থী ও সর্বস্তরের সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। এ বিষয়ে নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার বলেন, পহেলা বৈশাখ এটি বাঙ্গালির ঐতিহ্য। এটা বাঙ্গালির মহা উৎসব। সকল ভেদাভেদ ভুলে গিয়ে কাঁধে কাধঁ মিলিয়ে সম্প্রীতির বন্ধনে সকলে আবদ্ধ হওয়া মানেই পহেলা বৈশাখ।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..