রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ০৪:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
চৈতার পীর মাওলানা নুর মোহাম্মদ খান মারা গেছেন ‘অবাধ সুষ্ঠু নির্বাচন: সহিংসতা মূক্ত সম্প্রীতির বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত নান্দাইলে বিএনপি মনোনীত প্রার্থী ইয়াসের খান চৌধুরীর পক্ষে ধানের শীষ প্রতীকে বিশাল গণ জোয়ার  আমতলীতে ব্যবসায়ীকে হাতুড়ি পেটা করে টাকা ছিনতাই শিক্ষার মান উন্নয়ন ছাড়া জাতি গঠন সম্ভব নয় — মোরেলগঞ্জে বিএনপির কেন্দ্রীয় নেতা ড. ওবায়দুল ইসলাম রাজধানীতে আবারও ভূমিকম্প অনুভূত ভূমিকম্পে রাজধানীসহ সারাদেশে নিহত ১০, আহত সাড়ে ৪০০ প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি চেয়ারপারসনের একান্ত বৈঠক ভূমিকম্পে হতাহতের ঘটনায় তারেক রহমানের শোক ভূমিকম্পে হতাহতের খবরে শোক ও দুঃখ প্রকাশ প্রধান উপদেষ্টার

আমতলীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস

রাসেল মিয়া
  • আপলোডের সময় : বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ৫৮০৪ বার পঠিত

আমতলী (বরগুনা) প্রতিনিধি:
প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। বিশ্ব ব্যাংক, ইফাদ ও কৃষি সম্প্রাসরণ অধিদপ্তরেরর অর্থায়নে আমতলী উপজেলা পরিষদ মিলনায়তনে মঙ্গলবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজন এ সভা অনুষ্ঠিত হয়।

আমতলী উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ তারেক হাসানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পরিচালক কৃষি সম্প্রাসরণ অধিদপ্তর বরিশাল অঞ্চল ড. মোহাম্মদ নজরুল ইসলাম সিকদার। বিশেষ অতিথি ছিলেন, উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বরগুনা রথীন্দ্র নাথ বিশ্বাস, সিনিয়র মনিটরিং অফিসার পার্টনার প্রকল্প মোসাঃ ফাহিমা হক। উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ জিয়াউর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ মোঃ রাসেল, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ আজাদুর রহমান, উপজেলা স্থানীয় সরকার প্রকৌশলী ইদ্রিস আলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুহাম্মদ জামাল হোসাইন, ওসি (তদন্ত) আমির হোসেন সেরনিয়াবাদ, জেলা মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ মনিরুল ইসলাম তালুকদার, সাংবাদিক ইউনিয়ন সভাপতি মোঃ জসিম উদ্দিন সিকদার, সহ-সভাপতি মোঃ হোসাইন আলী কাজী, উপজেলা কৃষক দল সভাপতি মোঃ জাহাঙ্গির আলম, কৃষক এনামুল খাঁন, মিরাজ ও সুলতান মিয়া প্রমুখ। সমাবেশে কৃষক-কৃষাণী, সংবাদিক ও সুশীল সমাজের শতাধিক নেতৃবৃন্দ অংশ গ্রহন করেন।

প্রধান অতিথি ড. মোহাম্মদ নজরুল ইসলাম সিকদার বলেন, কৃষকই বাংলার প্রাণ। কিন্তু কৃষকদের মধ্যে ঐক্য নেই। তাদের মধ্যে ঐক্য না থাকায় কৃষকরা তাদের ন্যায্য অধিকার আদায় করতে পারেনা। কৃষকদের সেই অধিকার আদায় করতেই পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস গঠন করা হয়েছে। এ পার্টনার প্রেগ্রাম কৃষকের অধিকার আদায় করতে কাজ করবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..