বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ১১:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
নিঝুমদ্বীপে চরমোনাইপন্থি ইসলামি যুব আন্দোলনের নেতার বিরুদ্ধে ছাত্রী ধর্ষণের অভিযোগ ফৌজিয়া সাফদার সোহেলী হাতিয়ার উন্নয়ন ও রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতি অঙ্গীকার ৭৮ অবসরপ্রাপ্ত কর্মকর্তার পদোন্নতির সুপারিশ সংসদ নির্বাচনের রোডম্যাপের খসড়া চূড়ান্ত গণপূর্তের নির্বাহী প্রকৌশলী আশরাফুল অনিয়ম, ঘুষ,দুর্নীতির আখড়া প্রাণ-আরএফএলের নামে বিষাক্ত পন্য তৈরির অভিযোগ এনবিআরের শীর্ষ ১৭ কর্মকর্তার সম্পদের হিসাব চেয়েছে দুদক অযত্ন-অবহেলায় অস্তিত্ব সংকটে নলছিটির সম্ভাবনাময় হাড়িখালি গ্রাম হঠাৎ অস্থির ডালের বাজার, কেজিতে বেড়েছে ২০ টাকা প্রচলিত প্রতিহিংসার রাজনীতির পরিবর্তন করতে হবে: তারেক রহমান

মির্জাগঞ্জে এসডিএফ এর উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তির চেক প্রদান

জিয়াউর রহমান (নিজস্ব প্রতিনিধি):
  • আপলোডের সময় : বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ৫৭৮৯ বার পঠিত

পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলায় অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আওতাধীন “সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ)” এর উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তির চেক প্রদান আজ ( ২৫ জুন, ২০২৫) বেলা ১১ টায় মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে অনুষ্ঠিত হয়।

এসডিএফ পটুয়াখালী-এর জেলা কর্মকর্তা (যুব কর্মসংস্থান) গোলাম কিবরিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ তরিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার, মির্জাগঞ্জ পটুয়াখালী। আরও উপস্থিত ছিলেন মির্জাগঞ্জ ক্লাস্টার অফিসার-মিতালী রানী, সুবিদখালী ক্লাস্টার অফিসার- মোঃ আবুল কালাম হাওলাদার, সাংবাদিকবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীবৃন্দ ও অভিভাবকবৃন্দ।

এ সময় প্রধান অতিথি এসডিএফ এর আরইএলআই প্রকল্পের মাধ্যমে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং মেধাবী শিক্ষার্থীদের পাশে থাকার জন্য এসডিএফ কে ধন্যবাদ জানান। তিনি আরও বলেন, গ্রামীণ দরিদ্র ও অতি দরিদ্র জনগোষ্ঠীকে সামনের দিকে এগিয়ে নিতে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে। মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদানের মাধ্যমে তাদের উচ্চশিক্ষায় সুযোগ করে দেওয়ার মাধ্যমে দক্ষ এবং কর্মক্ষম জাতি গড়ে তোলার জন্য চেষ্টা করছে এসডিএফ। এসডিএফ এর চলমান বিভিন্ন প্রকল্প, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, জীবিকায়ন কর্মসূচী এবং নারীর ক্ষমতায়ন বিষয়ক কার্যক্রমের অগ্রগতি নিয়ে প্রশংসা করেন।
উল্লেখ্য যে, পটুয়াখালী জেলায় এসডিএফ এর উদ্যোগে ৪৪ জন শিক্ষার্থীকে ৭২,০০০/- টাকা করে সর্বমোট ৩১,৬৮,০০০/- টাকার শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..