মুজিবনগর উপজেলা কৃষি অফিসের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। রোববার সকাল ১০টায় উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মমিনের সভাপতিত্বে কৃষি অফিস প্রাঙ্গণে এই কর্মসূচির উদ্বোধন হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ মণ্ডল। তিনি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান ও সরকারি-বেসরকারি অফিসে গাছের চারা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।
কর্মসূচির অংশ হিসেবে মুজিবনগর স্বাধীনতা সড়কের দুই পাশে মোট ১২০টি তালগাছের চারা রোপণ করা হয়—প্রতিটি পাশে ৬০টি করে। গাছ রোপণের সময় উপজেলা প্রশাসন, কৃষি বিভাগ এবং মুজিবনগর প্রেস ক্লাবের সভাপতি সহমর ফারুক প্রিন্স উপস্থিত ছিলেন।