সোমবার, ০৭ জুলাই ২০২৫, ০৯:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
হেলমেট না পরে মোটরসাইকেল চালানোয় পুলিশের বাধা ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় আসার আহ্বান ড.ইউনূসের বিরোধপূর্ণ জমিদখলে নিতে হামলা, উভয় পক্ষের আহত ৪ জাতীয়তাবাদীদের হাতে কেউ যেন নির্যাতিত না হয়- ইয়াসের খান চৌধুরী হরিরামপুরে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের বৃক্ষরোপণ কর্মসূচি জুলাই মাসেই তিস্তা পিসি গার্ডার সেতুর উদ্বোধন, সচিব রেজাউল ফ্রিজার অ্যাম্বুলেন্সটি এখন স্বাস্থ্য বিভাগের বোঝা নান্দাইলে বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত কুমিল্লার মুরাদনগরে ট্রিপল মার্ডার: কোর্টে আসামীকে দেখে উত্তেজিত নিহতের মেয়ে নান্দাইল- তাড়াইল সিএন্ডবি রোড চরম ঝুঁকিতে

হেলমেট না পরে মোটরসাইকেল চালানোয় পুলিশের বাধা

বরগুনা প্রতিনিধি:
  • আপলোডের সময় : সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ৫৭৫০ বার পঠিত

বরগুনা শহরের মাছবাজার সামনে পুলিশ বক্সের এক অস্বাভাবিক ঘটনার সৃষ্টি হয়েছে। হেলমেটবিহীন অবস্থায় মোটরসাইকেল চালানোর দায়ে পুলিশ আটকালে চালক নিজেই তার মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় এলাকায় মুহূর্তেই চাঞ্চল্যের সৃষ্টি হয়।

শনিবার (৬ জুলাই) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানোর কারণে ট্রাফিক পুলিশ চালককে থামিয়ে কাগজপত্র দেখানোর জন্য বলেন।

মোটরসাইকেল চালক ব্যক্তি বলেন ডেঙ্গুতে আক্রান্ত স্ত্রীকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি হেলমেট না থাকায় পুলিশ জিজ্ঞেস করায় তখন চালক ক্ষিপ্ত হয়ে পুলিশের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। দায়িত্বরত সার্জন তিন হাজার টাকার মামলা দেওয়ায় রাগে এক পর্যায়ে তিনি নিজের মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন মোটরসাইকেল চালক ।

প্রত্যক্ষদর্শী এক ব্যবসায়ী বলেন, “চালক প্রথমে পুলিশের সঙ্গে চেঁচামেচি করছিল। এরপর হঠাৎ মোটরসাইকেলের থাকা পলিথিনে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তেই বাইক জ্বলতে থাকে। আমরা ভয় পেয়ে যাই।”

খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বরগুনা ট্রাফিক বিভাগের টি আই মেহেদী জানান, “হেলমেটবিহীন চালককে নিয়মিত অভিযানের অংশ হিসেবে থামানো হয়েছিল। কিন্তু তিনি আইন মেনে চলার পরিবর্তে পুলিশের কাজে বাধা দিয়েছেন এবং নিজের বাইকে আগুন ধরিয়ে দিয়েছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..