বাংলাদেশের সুস্বাদু ও মৌসুমি ফলের সমাহারে এবং প্রাণবন্ত পরিবেশে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠিত হলো ‘বাংলাদেশ ফল উৎসব ২০২৫’। প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে আয়োজিত এই ব্যতিক্রমধর্মী উৎসবের আয়োজন করে আবির বিজনেস অ্যাসোসিয়েশন, দুবাই।
রবিবার (২০ জুলাই) দুবাইয়ের শাবাব আল আহলি স্টেডিয়ামে দিনব্যাপী এ উৎসব অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রবাসী সাংবাদিক কামরুল হাসান জনি।
অনুষ্ঠানের সভাপতি ছিলেন ফল উৎসব আয়োজক কমিটির আহ্বায়ক ও দুবাই আবির বিজনেস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আলহাজ মোহাম্মদ ইয়াকুব সৈনিক।
প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কনসুলেট দুবাই ও উত্তর আমিরাতের বিজনেস কাউন্সিলর আশিষ কুমার সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাত জনতা ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান, কমিউনিটি নেতা প্রকৌশলী সালাহউদ্দিন আহমেদ, বাংলাদেশ বিজনেস অ্যাসোসিয়েশনের সভাপতি জুলফিকার ওসমান, আজমান বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সভাপতি আবদুল কুদ্দুস, শারজাহ স্পেয়ার পার্টস সভাপতি শাহাদাত হোসেন, দুবাই আরব বিজনেস অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি নজরুল ইসলাম, নারী নেত্রী সপনা মনি এবং লেডিস গ্রুপের অ্যাডমিন লাবণ্য আদিল লিজা।
এছাড়াও উপস্থিত ছিলেন কমিউনিটি ব্যক্তিত্ব মোহাম্মদ জসিম, সিরাজুল ইসলাম নওয়াব, সেলিম রেজা, কামাল সুমন, ব্যবসায়ী মুজিবুর রহমান মঞ্জু, মোহাম্মদ সাহেদ, মোহাম্মদ বোরহান, হাজী শওকত আলী, সিরাজ নেওয়াজসহ আরব বিজনেস অ্যাসোসিয়েশনের সদস্যবৃন্দ।
উৎসবে দেশীয় ফলের প্রদর্শনীর পাশাপাশি ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও কুইজ। প্রবাসী শিশু-কিশোরদের সরব অংশগ্রহণে উৎসব ছিল আরও বর্ণাঢ্য।
অনুষ্ঠানে প্রবাসী সাংবাদিকদের সম্মাননা সনদ প্রদান করা হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, প্রবাসে বাংলা সংস্কৃতি, ঐতিহ্য এবং ইতিবাচক কর্মসূচিকে তুলে ধরতে সাংবাদিকদের অবদানের স্বীকৃতি স্বরূপ এই সম্মাননা দেওয়া হয়েছে।
আয়োজক কমিটির আহ্বায়ক আলহাজ মোহাম্মদ ইয়াকুব সৈনিক বলেন, “প্রবাসেও যেন আমরা দেশের স্বাদ, সংস্কৃতি ও আবহ টের পাই—এই চেতনা থেকেই ফল উৎসবের আয়োজন। ভবিষ্যতেও প্রবাসীদের অংশগ্রহণে এমন উদ্যোগ অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।”
উৎসব শেষে প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরো অনুষ্ঠানজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ, প্রবাসীদের প্রাণবন্ত উপস্থিতি এবং দেশের প্রতি ভালোবাসার ছোঁয়া।